‘যতদিন মোদি ক্ষমতায় থাকবেন ততদিন উন্নতি হবে না ভারত-পাকিস্তান সম্পর্কে’- বিস্ফোরক শহিদ আফ্রিদি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তিনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এশিয়ায় নিজেদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে খারাপ সম্পর্কই থাকবে
#ইসলামাবাদ : প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শহিদি আফ্রিদি দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীষণ নেগেটিভ দিকে ঝুঁকে থাকেন ৷ তিনি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এশিয়ায় নিজেদের প্রতিবেশী দেশগুলির সঙ্গে খারাপ সম্পর্কই থাকবে ৷
প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার জানিয়েছেন, ‘যেহেতু মোদি ক্ষমতায় আছেন ততক্ষণ মনে হয় না আমরা ওঁদের থেকে কোনও সাড়া পাব ৷ আমাদের সব আছে, আমরা বুঝি ঠিক কীভাবে মোদি ভাবনাচিন্তা করেন ৷ উনি সবসময় নিরাশাবাদী ভাবনাচিন্তা করেন ৷ ’ আসলে এক সাক্ষাৎকারে আফ্রিদিকে প্রশ্ন করা হয়েছিল তিনি কী মনে করেন কবে আবার ভারত -পাকিস্তান ক্রিকেট সিরিজ শুরু হবে ৷ এই প্রশ্নের উত্তরেই বিস্ফোরক হয়ে যান তিনি ৷
advertisement
আরও পড়ুন - কপালে লাল টিপ, সিঁথি আলো করে সিঁদুর- পাশে স্বামীকে নিয়ে সুদীপা, দেখে নিন সুখী গার্হস্থ্যের অ্যালবাম
advertisement
তিনি জানিয়েছেন, ‘ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে একজন মানুষের জন্য ৷ আর সেটাই আমরা চাই না ৷ ’
তিনি আরও বলেছেন , ‘সীমান্তের দু পাশের মানুষ একে অপরের দেশ ঘুরে দেখতে চান ৷ মোদির অ্যাজেন্ডা কী আমি ঠিক বুঝতে পারি না ৷ ’ ২০১৩ -র পর ভারত ও পাকিস্তান একমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া অন্য কিছুতে মুখোমুখি হয়নি ৷ কোনও দ্বিপাক্ষিক সিরিজ এই চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ৷ ২০০৬ সালে ভারত রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে পাকিস্তান সফরে গিয়েছিল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2020 12:18 PM IST