কপালে লাল টিপ, সিঁথি আলো করে সিঁদুর- পাশে স্বামীকে নিয়ে সুদীপা, দেখে নিন সুখী গার্হস্থ্যের অ্যালবাম

Last Updated:
ঘরের মেয়ে হয়ে ওঠা সুদীপার নিটোল গৃহকোণ...পারিবারিক মুহূর্তের ছবি শেয়ার অভিনেত্রীর
1/4
সুদীপা চট্টোপাধ্যায় বাঙালি টেলিভিশন দর্শকদের কাছে একেবারে ঘরের মেয়ে ৷ নিজের কাজের গুণে এই কৃতিত্ব পেয়েছেন সুদীপা ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
সুদীপা চট্টোপাধ্যায় বাঙালি টেলিভিশন দর্শকদের কাছে একেবারে ঘরের মেয়ে ৷ নিজের কাজের গুণে এই কৃতিত্ব পেয়েছেন সুদীপা ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
advertisement
2/4
মাতৃত্বের ইনিংসকে গুরুত্ব দিয়ে পেশাগত জীবনকে এই মুহূর্তে দূরে সরিয়ে রাখায় নিয়মিত এখন তাঁকে আর টেলিভিশন সেটে দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তা এক ফোঁটাও হ্রাস হয়নি ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
মাতৃত্বের ইনিংসকে গুরুত্ব দিয়ে পেশাগত জীবনকে এই মুহূর্তে দূরে সরিয়ে রাখায় নিয়মিত এখন তাঁকে আর টেলিভিশন সেটে দেখা না গেলেও তাঁর জনপ্রিয়তা এক ফোঁটাও হ্রাস হয়নি ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
advertisement
3/4
সুন্দরী সুদীপা কিন্তু কোনও রাখঢাক না করেই নিজের সেরা কাজের কথা জানিয়ে এক প্লেট বিরিয়ানি সাজিয়ে ছবি দিয়ে লিখেছেন , ‘হোয়াট আই ডু বেস্ট’ - Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
সুন্দরী সুদীপা কিন্তু কোনও রাখঢাক না করেই নিজের সেরা কাজের কথা জানিয়ে এক প্লেট বিরিয়ানি সাজিয়ে ছবি দিয়ে লিখেছেন , ‘হোয়াট আই ডু বেস্ট’ - Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
advertisement
4/4
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাহুলগ্না সেলফিতে সুদীপা  চট্টোপাধ্যায়ের ট্যাগলাইনই বুঝিয়ে দিচ্চে তিনি যে পুরোপুরি সংসারী ৷ একমাথা সিঁদুর, কপালে লাল টিপ, গায়ে ভর্তি গয়না এ যেন একদম পাক্কা বাঙালি বউদি ৷ নিজের পোস্টে তিনি লিখেছেন , ‘মাই কমফোর্ট জোন’ ৷ অর্থাৎ আমার সবচেয়ে নিশ্চিত জায়গা ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বাহুলগ্না সেলফিতে সুদীপা চট্টোপাধ্যায়ের ট্যাগলাইনই বুঝিয়ে দিচ্চে তিনি যে পুরোপুরি সংসারী ৷ একমাথা সিঁদুর, কপালে লাল টিপ, গায়ে ভর্তি গয়না এ যেন একদম পাক্কা বাঙালি বউদি ৷ নিজের পোস্টে তিনি লিখেছেন , ‘মাই কমফোর্ট জোন’ ৷ অর্থাৎ আমার সবচেয়ে নিশ্চিত জায়গা ৷ Photo Courtesy- Sudipa Chatterjee/ Instagram Handle
advertisement
advertisement
advertisement