এবার নাচতে ভারতে আসছেন ব্র্যাভো

Last Updated:

ভারতে একটি টেলিভিশন ড্যান্স রিয়্যালিটি শো-তে অংশ নিতে চলেছেন ব্র্যাভো।

#মুম্বই: আইপিএলে খেলা থেকে শুরু করে তিনি ভারতে প্রায়ই আসতে থাকেন ৷ বলিউড অভিনেত্রীদের সঙ্গেও তাঁর সম্পর্ক দারুণ ৷ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিনেত্রীদের সঙ্গে তাঁর প্রায়শই ছবি দেখা যায় ৷ তাই এবার নিজেকে শুরু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বিনোদন জগতে পা বাড়িয়েই ফেললেন ডোয়েন ব্র্যাভো ৷ এবার ভারতে খেলতে নয়, ব্র্যাভো আসছেন নাচতে !
ভারতে একটি টেলিভিশন ড্যান্স রিয়্যালিটি শো-তে অংশ নিতে চলেছেন ব্র্যাভো। রিয়্যালিটি শো ‘স্ট্রিক্টলি কাম ড্যান্সিং’-এর ভারতীয় সংস্করণে অংশ নেবেন তিনি। অন্য কোনও অভিজ্ঞতার স্বাদ নিতেই নাকি এই নাচের প্রতিযোগিতায় নামছেন ব্র্যাভো। এই অনুষ্ঠানে ২০০৫ সালে জয়ী হয়েছিলেন প্রাক্তন ইংলিশ পেসার ড্যারেন গফ। তাঁর গাওয়া ‘চ্যাম্পিয়ন’ গানটিও গোটা বিশ্বে তুমুল হিট ৷ ভারতে তো হিট বটেই ৷‘চ্যাম্পিয়ন’ গানটির অভূতপূর্ব জনপ্রিয়তাই সম্ভবত সাহস বাড়িয়ে দিয়েছে ব্র্যাভোর। ক্রিকেটার হিসেবে তো আগেই সফল, এবার শোবিজ জগতে নিজের ভাগ্য পরীক্ষায় নামতে চাইছেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
advertisement
ডান্স রিয়্যালিটি শো-এ অংশ নেওয়ার ব্যাপারে ব্র্যাভো বলেন, ‘‘ ক্রিকেটই আমার প্রথম পছন্দ ৷ আর নাচটা পুরোপুরি মজা করার জন্য। আমি এটা উপভোগ করতে চাই। এই অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার জন্য একটু অন্যরকম৷ ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার নাচতে ভারতে আসছেন ব্র্যাভো
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement