IPL 2021: টীকা মিস হল কেন উইলিয়ামসনের, নিউজিল্যান্ডে জোরকদমে কোভিড ভ্যাকসিন ক্রীড়াবিদদের

Last Updated:

আন্তর্জাতিক ক্রিকেটার ও অলিম্পিয়ানদের দ্রুত গতিতে দেওয়া হবে ভ্যাকসিন, জরুরি সিদ্ধান্ত নিউজিল্যান্ডে৷

#অকল্যান্ড : এসআরএইচ (SRH) উইলিয়ামসন  এবং আইপিএল খেলতে এসেছেন যে কিউয়ি ক্রিকেটাররা তাঁরা করোনা ভ্যাকসিন পেলেন না৷ কারণ ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন আইপিএল (IPL 2021) দলের অনুশীলনে যোগ দিয়েছেন৷ এদিকে এরই মধ্যে নিউজিল্যান্ড দল নিজের ক্রিকেটারদের করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে৷ তবে শুধু ক্রিকেটাররাই নয় , অলিম্পিয়ান, ও প্যারাঅলিম্পিয়ানদের ভ্যাকসিন দেওয়ার কাজ জোরকদমে শুরু হয়ে গেছে৷ বুধবার সেখানকার সরকার নিজেদের অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের নাম ঘোষণা করার পরেই এই ভ্যাকসিনেশনের কাজ শুরু করে দিয়েছে বুধবারই৷
নিউজিল্যান্ডের কোভিড ১৯ (Covid-19) সংক্রান্ত বিষয়ক মন্ত্রী ক্রিস হিপকিন্স জানিয়েছেন যে কিউয়ি অ্যাথলিটরা আন্তর্জাতিক স্তরে দেশের প্রতিনিধিত্ব করেন যেমন অলিম্পিক্স, প্যারা অলিম্পিক্স -কে তাঁদের সকলকে সরকার দ্রুততার সঙ্গে ভ্যাকসিন দেওয়া হচ্ছে৷ একইভাবে নিউজিল্যান্ডের আন্তর্জাতিক মানের ক্রিকেটাররাও এই ভ্যাকসিন এখনই পাচ্ছেন৷ ক্রীড়াবিদদের দ্রুত ভ্যাকসিনের জন্য ৩১ মার্চ পর থেকে কাজ শুরু হবে৷ নিউজিল্যান্ড ক্রিকেট (NZC)  এবং নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি দ্রুত ভ্যাকসিনেশনের জন্য আবেদন করছে৷
advertisement
stuff.co.nz দেওয়া সাক্ষাৎকারে হিপকিন্স বলেছেন, ‘‘যাঁরা জাতীয় সম্মানের জন্য বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে বিভিন্ন আন্তর্জাতিক সফর করবে৷ তাঁদের সঠিক এজেন্সি এবং অ্যাসোসিয়েশানের মাধ্যমে ক্রীড়াবিদদের আবেদন জানাতে হবে৷ ব্যক্তির পক্ষ থেকে তাঁদের অ্যাসোসিয়েশনকেই আবেদন করতে হবে৷ ব্যক্তির আবেদন গ্রাহ্য হবে না৷ কতটা দুরত্ব তাঁরা পাড় করছে এবং তাতে কতটা বিপত্তি আছে এর ভিত্তিতে টীকাকরণ করা হবে৷ গন্তব্যের দেশের দূরত্ব সংক্রমণের বিপদের ওপর এই ধরণের টীকা পাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে৷ ’’
advertisement
advertisement
তিনি আরও বলেন কী ধরণের ইভেন্টে ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন তার ওপরও নির্ভর করবে টীকা পাওয়ার গতি৷ জাতীয় দলের কতটা সম্মান দেশের জন্য কার্যকরী তারওপরেও টীকা দেওয়ার বিষয় হবে৷
Tokyo Olympics ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট অবধি আসর চলবে৷ পাশাপাশি নিউজিল্যান্ড জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবে৷ তারপর রোজবোলে (Rose Bowl)  সাদাম্পটনে জুনের ১৮ থেকে ২২ অবধি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে৷ প্রতিপক্ষ ভারত৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: টীকা মিস হল কেন উইলিয়ামসনের, নিউজিল্যান্ডে জোরকদমে কোভিড ভ্যাকসিন ক্রীড়াবিদদের
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement