#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায় এক দারুণ ডায়নামিক ব্যক্তিত্ব ৷ সে সৌরভ জখন দেশের জার্সিতে ক্রিকেট খেলতেন আর আজ যখন বিসিসিআইয়ের সর্বোচ্চ গদি সামলান ৷ একইসঙ্গে বিসিসিআই প্রেসিডেন্ট ,তার সঙ্গে চুটিয়ে এনডর্সমেন্টের কাজ, কখনও আবার টিভি চ্যানেলের রিয়েলিট শো-র অ্যাঙ্করিং সামলান অসম্ভব দক্ষতায় ৷ এবং সবতেই একেবারে পিকচার পারফেক্ট ফিনিশ দেন বাংলার মহারাজ ৷
দাদা-র এই গুণগুলির জন্যেই শুধু বাঙালিরাই নয়, আপামোর ভারতীয়ই দারুণ ফ্যান ৷ দাদা অফ দ্য ফিল্ডেও দারুণ রঙিন ৷ নিজের পাড়ার পুজোয় এখনও বিন্দাস ঢাক বাজান বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ৷ এই জন্যে দাদা-র সোশ্যাল হ্যান্ডেলেও ফলোয়ারের সংখ্যা দ্রুত গতিতে বাড়তেই থাকে ৷ এই মুহূর্তে ইনস্টাগ্রামে সৌরভের ফলোয়ারের সংখ্যা - প্রায় দশ লক্ষ ৷ তাই দাদা কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে হয় ভাইরাল৷ আর সেটা যদি স্পেশাল হয় তাহলে তো একেবারে বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে ৷
আরও পড়ুন -‘রেগে আগুন তেলে বেগুন’ - বিরাটকে ‘ব্যাঁকা’ প্রশ্ন সাংবাদিকের, তারপর যা হল...
সেরকরমই এক ছবি সোমবার সকালেই পোস্ট করলেন মহারাজ ৷ ছবিতে দেখা যাচ্ছে পরণে ফর্ম্যাল হাতে গিটার নিয়ে দারুণ পোজ দিয়েছেন তিনি ৷ নিজের ছবির ট্যাগলাইনে লিখেছেন - A little bit of music is good in life- অর্থাৎ একটু গান জীবনের জন্য ভালো ৷ এই অবধি সব ঠিকই ছিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BCCI President, India vs New Zealand, Sourav Ganguly, ক্রিকেট, ভাইরাল, ভারত বনাম নিউজিল্যান্ড, সৌরভ গঙ্গোপাধ্যায়