হম তো উড় গয়ে! ভ্যাকেশনে গিয়ে প্যারাসেইলিং মাস্টার ব্লাস্টারের! চমকে দেবে সচিনের ভিডিও
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
এই সব ছবির মাঝেই এক নতুন অবতারে দেখা গিয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে
করোনাভাইরাস (Coronavirus)-এর জন্য লকডাউনের (Lockdown) জেরে এতদিন পুরোপুরি ঘরবন্দী ছিল মানুষজন। আনলক শুরু হতে তাই অনেকেই ঘুরতে যাওয়া শুরু করেছে। বাদ যাননি সেলেবরাও। অনেককেই ভ্যাকেশনের নানা ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে। ভাইরাস থেকে বেঁচে একটু সবুজের কোলে বা নীলে মাঝে সময় কাটিয়ে আসছেন কেউ কেউ। এই তালিকায় রয়েছেন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar)-ও। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ সচিন তেন্ডুলকরকে কয়েকদিন ধরেই ভ্যাকেশনের ছবি শেয়ার করতে দেখা যাচ্ছে। যা দেখে ভক্তরা বরাবরের মতোই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁর সোশ্যাল মিডিয়া ওয়াল।
তবে, মজার হল এই সব ছবির মাঝেই এক নতুন অবতারে দেখা গিয়েছে প্রাক্তন এই ক্রিকেটারকে। নীল সমুদ্রের মাঝে উড়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। আসলে তিনি কয়েকদিন আগেই একটি ভিডিও দিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যাতে দেখা যাচ্ছে যে ফুরফুরে মেজাজে মাস্টার ব্লাস্টার উড়ে যাচ্ছেন আকাশে। ক্যাপশন- হম তো উড় গয়ে। ভ্যাকেশনে গিয়ে প্যারাসেইলিং (Parasailing)-এ মজেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
মাস্টার ব্লাস্টারের দেওয়া ভিডিওটির ব্যাকগ্রাউন্ডেও শোনা যাচ্ছে রিতভিজের হম তো উড় গয়ে (Hum Toh Udd Gaye) গান। ভিডিওটি পোস্টের পর থেকে বরাবরের মতোই লাভ রিয়্যাক্ট আসতে শুরু করে। কমেন্টে অনেকেই লেখেন, দারুণ মেজাজে রয়েছেন সচিন (Sachin Tendulkar)।
শুধু এই ভিডিওটিই নয়, বেশ কিছু দিন ধরেই ভ্যাকেশনের ছবি শেয়ার করছেন সচিন। প্রথমে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, ভ্যাকেশন ভাইবস (Vacation Vibes)।
advertisement
advertisement
পরে নিজের সাইকেল চালানোর ভিডিও দেন। একটি মাঠে খালি পায়ে মহানন্দে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। আর ব্যাকগ্রাউন্ডে শঙ্কর মহাদেবনের দিল চাহতা হ্যায় গান শোনা যায়।
সাইক্লিংয়ের ভিডিওর আগেও সুইমিং পুলে নিজের একটি ছবি অনুরাগীদের উদ্দেশে শেয়ার করেন তিনি। যা দেখে বোঝাই যায়, দারুণ মেজাজে আছেন মাস্টার ব্লাস্টার।
advertisement
প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে ভারতীয় ক্রিকেটের জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন তিনি। ১৫ নভেম্বর, ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছেন, গড়েছেন এই খেলোয়ার। তাঁর ব্যাটের জাদুতে মজেছেন তাঁর সতীর্থরাও। সচিনের হাতে জাদু আছে এবং অদম্য নিষ্ঠা রয়েছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)।
advertisement
২০১২ সালে একাধিক রেকর্ডের পর ODI থেকে বিদায় নেন তিনি। এবং ২০১৩ সালে সমস্ত রকম খেলা থেকে অবসর ঘোষণা করেন। এখনও পর্যন্ত টেস্ট ও ODI-তে তিনি সর্বোচ্চ রানের অধিকারী। সে রেকর্ড কেউ ভাঙতে পারেনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2020 9:31 AM IST