মাথায় চোট ঋষভ পন্থের, রাতভর নজরদারিতে, নেওয়া হল বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:

ঋষভ পন্থের মাথার চোট চাপে টিম ইন্ডিয়া

#মুম্বই: উইকেটরক্ষক ক্রিকেটার ঋষভ পন্থ মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় মাথায় চোট পান ৷ তারপর ম্যাচ খেলা হয়নি তাঁর ৷ প্যাট কামিন্সের বল মাথায় লাগার পর মাথা ঘুরছিল পন্থের ৷ এমনকি উইকেটকিপিংয়ের সময়েও আর মাঠে নামতে পারেননি তিনি ৷ কামিন্সের বল তাঁর হেলমেটে লাগায় ভীষণরকমই অসুস্থ বোধ করছিলেন পন্থ ৷ ম্যাচের ৪৪ তম ওভারে কামিন্সের বলেই ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি ৷ বল ওঁর ব্যাটে লেগে হেলমেটে লাগে ৷ এরপরেই অ্যাশলে টার্নার সেই বলটি ক্যাচ করেন ৷ কেএল রাহুল উইকেটকিপিংয়ের কাজ করেন ৷ বিসিসিআই পন্থের চোট নিয়ে ট্যুইটও করে ৷
advertisement
advertisement
আউট হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই পন্থ টের পান তাঁর মাথা খুবই ঘুরছে ৷ দুটি ইনিংসের ব্রেকে যে অনুশীলন হয় সে সময়ও মাঠে নামতে পারেননি তিনি ৷ এদিকে পন্থের পরিস্থিতির ওপর টিম ইন্ডিয়া নজর রেখেছে ৷ এবং তাঁর চোট কতটা গুরুতর তা স্পেশালিস্টকে দিয়েই পর্যবেক্ষণ করানো হচ্ছে ৷
advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে লজ্জার হার হয়েছে ভারতের ৷ এদিন রোহিত শর্মার উইকেট তাড়াতাড়ি হারালেন ধাওয়ান ও কেএল রাহুলের জুটিতে ওঠে ১২১ রান ৷ ধাওয়ান ৭৪ ও রাহুল ৪৭ রান করেছিলেন ৷ কিন্তু এরপর কেউই সেভাবে দাগ কাটতে পারেননি ৷ ফলে ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউ হয়ে যায় ভারত ৷ অস্ট্রেলিয়া একটিও উইকেট না হারিয়ে ৩৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৷
advertisement
প্রথম ম্যাচের হারের পর যেমন ভুলগুলি খতিয়ে দেখছে টিম ইন্ডিয়া, ঠিক তেমনিই ঋষভ পন্থের চোটকেও ধারাবাহিকভাবে নজরে রাখা হয়েছে ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
মাথায় চোট ঋষভ পন্থের, রাতভর নজরদারিতে, নেওয়া হল বিশেষজ্ঞের পরামর্শ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement