corona virus btn
corona virus btn
Loading

মোক্ষম সময়ে ফেল পন্থ, শাস্তির খাড়া নামতে চলেছে তরুণ এই ক্রিকেটারের ওপর

মোক্ষম সময়ে ফেল পন্থ, শাস্তির খাড়া নামতে চলেছে তরুণ এই ক্রিকেটারের ওপর
Photo- File
  • Share this:

#মোহালি:ভুল করেছেন তার শাস্তি পাওয়া নিশ্চিত ৷ ভারতীয় দল তাঁকে অনেক বড় সুযোগ দিয়েছিল ৷ কিন্তু সেই সুযোগের মূল্য তিনি ভুলভাবে ব্যবহার করেছেন ৷ এবার তার পছন্দের চার নম্বর স্লট থেকে তাঁকে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তে কার্যত সিলমোহর পড়ে গিয়েছে ৷ ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টি মোহালিতে সেখানে পন্থের ব্যাটিং অর্ডার ৬ নম্বরে নামিয়ে দেওয়া হয়েছে ৷ শুধু এটুকুই নয় এই সুযোগ সঠিকভাবে কাজে না লাগাতে পারলে পরিবর্ত হিসেবে অন্য ক্রিকেটারদেরও সুযোগ দিতে পারে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক ৷

এদিকে ঋষভ পন্থ এসে ধোনিকে স্থানচ্যূত করেছেন ৷ এখন ক্ষুদ্রতম ক্রিকেট ফর্ম্যাটে তিনি আর ভারতীয় ক্রিকেট দলের প্রথম পছন্দের উইকেটরক্ষক নন ৷ তবে যে পন্থকে দেশের ভবিষ্যত প্রজেক্ট করে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কাজ করছে তাদেরকে বেশ অস্বস্তিতে ফেলেছেন তরুণ এই প্রতিভাবান ৷ একাধিক সময়ে খারাপ শট সিলেকশনের খেসারত দিয়েছেন পন্থ নিজে, খেসারত দিয়েছে দল ৷ রবি শাস্ত্রী চাইছেন নিজের শট সিলেকশন নিয়ে সিরিয়াস হন ঋষভ পন্থ ৷

নিজেদের এই ভাবধারা পন্থকে জানিয়েও দিয়েছেন রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ৷ দল এখন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে ৷ কিন্তু যেভাবে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে পোর্ট অফ স্পেনে আউট হয়েছিলেন তার কোনও যৌক্তিকতা খুঁজে পায়নি টিম ইন্ডিয়া ৷

আরও পড়ুন - সমাজকে বুড়ো আঙুল, বিয়ের আগেই মা হয়েছিলেন বলিউডের এই তারকা অভিনেত্রীরা

রবি শাস্ত্রী সম্প্রতি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ত্রিনিদাদের মতো প্রথম বলেই ওই শট কেউ যদি খেলে তাহলে খুব হতাশাজনক ৷ এটা করার কয়েকবার চেষ্টা করেছে, প্রতিবারই আউট হয়েছে ৷ ওকে বলা হয়েছে ৷ ’

আরও পড়ুন - ‘কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের’ জন্য তৈরি এই ছবিগুলি ঝড় তুলেছিল বলিউডে

তবে এটুকুই নয় এর সঙ্গে সতর্কবার্তাও জারি করেছেন কোচ শাস্ত্রী ৷ তিনি বলেছেন , ‘ভুলে নজর রাখা হচ্ছে প্রতিভা থাকুক বা না থাকুক তুমি দলকে নিচে নামাচ্ছ ৷ নিজেকে ছোট করার কথা ভুলেই যাও ৷ যেখানে তোমার নেতৃত্ব দেওয়ার কথা সেখানে দলকে নিচে নামাচ্ছ তুমি ৷ যেখানে একটা লক্ষ্যের দিকে দল এগোচ্ছে সেখানে তুমি বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার কথা ৷ ’

শাস্ত্রীর মতে নিজের ভুল যদি শুধরে নেন পন্থ তাহলে ওঁকে আটকে রাখা যাবে না ৷
আরও দেখুন
 
First published: September 17, 2019, 7:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर