১২ বছর আগে এরকমই দিনে জ্বলেছিল ম্যাককালামের ব্যাট, দেখে নিন কেকেআরের জার্সিতে ১৫৮* ইনিংস

Last Updated:

আজ সময়টা কালো, কিন্তু একসময়ে ম্যাককালামের ব্যাটে চাঁদ-তারা দেখেছিলেন KKR ফ্যানরা

#কলকাতা: ঠিক একদিন আগেই ১২ বছর পূর্ণ করেছে একটি ঐতিহাসিক ইনিংস ৷ ক্যারি প্যাকার ১৯৭৭ সালে ক্রিকেটে একটা বিপ্লব ঘটিয়েছিল ৷ আর ঠিক বারো বছর আগে বিসিসিআইয়ের আইপিএল ক্রিকেট দুনিয়ায় আর একটি বিপ্লব করে দেখিয়েছিল ৷
দারুণ বাজি, চমৎকার মিউজিক , চিয়ারলিডারদের ডান্স আর তাঁর সঙ্গে বিশ্বের সেরা ক্রিকেটারদের উৎকৃষ্ট মানের পারফরম্যান্স সব মিলিয়ে ২০০৮ সালে ভারতীয় ক্রিকেট এক অন্য স্তরে পৌঁছে গিয়েছিল ৷ ২০১৮ -র ১৮ এপ্রিল শুরু হয়েছিল আইপিএলের এই দারুণ টুর্নামেন্ট ৷
২০২০ -র আইপিএল অবশ্য মারণ করোনা ভাইরাসের দাপটে থমকে রয়েছে ৷ উদ্বোধনী মরশুমে ব্র্যান্ডন ম্যাককালামের  ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১৫৮ রানের ইনিংস যা বদলে দিয়েছিল টি টোয়েন্টির খোলনলচে ৷
advertisement
advertisement
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সেদিন টসে জিতে ব্যাট করতে দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের কলকাতা নাইট রাইডার্সকে ৷ ওপেনিং জুটিতে ব্যাট করতে নেমেছিলেন দাদা ও ম্যাককালাম৷ মাত্র ৭৩ বলে ১৫৮ রান করেছিলেন তিনি ৷ সেই ধামাকা ইনিংসের হাত ধরে KKR -র ইনিংস হয়ে আছে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস ৷ চিন্নাস্বামীতে সেই ম্যাচই ছিল আইপিএলের প্রথম মরশুমের প্রথম ম্যাচ ৷
advertisement
২০ ওভারে ২২২ রান করেছিল কেকেআর, ১৪০ রানে ম্যাচ জিতেছিল নাইটরা ৷ ২০ ওভারে ১৫.১ ওভারে ৮২ রানেই অলআউট হয়েছিল আরসিবি ৷
দেখুন সেই বিধ্বংসী ইনিংসের ভাইরাল ভিডিও
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
১২ বছর আগে এরকমই দিনে জ্বলেছিল ম্যাককালামের ব্যাট, দেখে নিন কেকেআরের জার্সিতে ১৫৮* ইনিংস
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement