সিডনিতে বড় বিপদ কোনও ক্রমে এড়ালো টিম ইন্ডিয়া!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২৭ তারিখ শুরু তাদের প্রথম এনকাউন্টার ৷
#সিডনি : IPL খেলে মরুরাষ্ট্র থেকে সরাসরি অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে টিম ইন্ডিয়া৷ ২৭ তারিখ শুরু তাদের প্রথম এনকাউন্টার ৷ সেদিনই একদিনের সিরিজের প্রথম ম্যাচ ৷ তার আগেই বড় খবর৷ অস্ট্রেলিয়ার সিডনিতে বড় বিমান দুর্ঘটনা৷ তাও আবার ভারতীয় দল যেখানে রয়েছে তার থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে৷ একটি লাইট প্লেন ক্র্যাশ করে একটি ব্যস্ত স্পোর্টিং ফিল্ডের মধ্যেই৷ প্লেনের মধ্যে থাকা দুই জন আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন৷
ঘটনাটি ঘটে স্থানীয় সময় বিকেল সাড়ে চারটের সময়৷ হঠাৎ করেই বিমানের ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়৷ মাঝ আকাশ বিমানটি খারাপ হয়ে যাওয়ায় কোনও ভাবেই ক্র্যাশ আটকাতে পারেননি চালকরা৷ এর ফলে স্থানীয় একটি মাঠ কমার্স পার্কে প্লেনটি পড়ে যায়৷ এই মাঠে ক্রিকেট ও ফুটবল খেলা আয়োজন করা হয়৷
স্থানীয় সংবাদ মাধ্যম stuff.co.nz, জানিয়েছে কোনও ভাবে প্লেনটি মাঠের গ্যালারিটা পেরিয় একেবারে মাঝমাঠে পড়ে ৷ কারণ সেখানে তখন বেশ কিছু মানুষ খেলা দেখার জন্য জড়ো হয়েছিলেন৷ সেখানে প্লেনটি পড়লে বিপদ আরও বাড়তে পারত ৷
advertisement
advertisement

করমার ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন , ‘শেডের নিচে যারা ছিল তাদের দেখে আমি চিৎকার করে বলেছিলাম দৌড়ও৷ আর ওরা দৌড়তে শুরু করেছিল৷ ’
এরপর রোলিং ও অন্য দুই খেলোয়াড় দুর্ঘটনাগ্রস্ত বিমানটির দিকে দৌড়তে শুরু করেন৷ তাঁরা চেষ্টা করেছিলেন বিমানের মধ্যে যাঁরা রয়েছেন তাঁদের যেন রক্ষা করা যায়৷
advertisement
রোলিংস আরও জানিয়েছেন, ‘প্লেনটি থেকে ধোঁওয়া বার হচ্ছিল৷ আমরা স্থির করে নিয়েছিলাম ভিতরে যাঁরা রয়েছেন তাঁদের রক্ষা করতে হবে৷ প্লেনটি দেখে মনে হচ্ছিল এবার বিস্ফোরণ হবে৷ আহতরা ভেতরে জ্ঞানে ছিলেন৷ কিন্তু একেবারে বাজেভাবে ছিলেন৷ একজনের মুখ মারাত্মকভাবে জখম হয়েছিল৷ মারাত্মক রকমের আঘাতের পরেও তাঁরা সৌভাগ্যক্রমে বেঁচে ছিলেন৷ ওঁরা বেঁচে যাওয়ায় আমরা খুব স্বস্তিতে৷ ’
advertisement
যেহেতু একটি খেলার মাঠে এভাবে বিমান ভেঙে পড়েছে তাই একটা আতঙ্ক তৈরি হয় টিম ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে কিন্তু যেহেতু টিম ইন্ডিয়া যেখানে আছে তার থেকে জায়গাটা অনেকটা দূরে তাই বিপদ হয়নি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2020 8:16 AM IST