২ বছরের লম্বা লড়াই শেষ Pathiv Patel-র, হারালেন নিজের বাবাকে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সেই সময় ১০ দিন ধরে বাড়িও যেতে পারেননি পার্থিব প্যাটেল৷ যার ফলে ক্রিকেটও খেলতে পারেননি তিনি৷
#মুম্বই: প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক পার্থিব প্যাটেলের (Parthiv Patel) বাবা রবিবার মারা গেলেন৷ পার্থিব ট্যুইট করে নিজের ফ্যানদের এই খবর দিয়েছেন৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন , ‘‘আমার বাবা অজয়ভাই বিপিনচন্দ্র প্যাটেল ২৬ সেপ্টেম্বর মারা গেছেন৷ তিনি নিজের ফ্যানদের তাঁর বাবার আত্মার শান্তি কামনা করতে বলেছেন৷ গত ২ বছর সময়টা তাঁর ভালো যায়নি৷ আসলে ২০১৯ সালে পার্থিব প্যাটেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অংশ ছিলেন৷ তখন থেকেই তাঁর বাবা অসুস্থ ছিলেন৷
সেই সময় থেকেই তাঁর বাবা ব্রেন হ্যামারেজের সঙ্গে লড়াই করছিলেন৷ সে সময় তিনি আইসিইউতে ভর্তি ছিলেন৷ এর জেরে নিজের ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনে খুবই অসুবিধায় ছিলেন৷ তিনি জানিয়েছেন নিজের বাবাকে নিয়ে সবসময় ভয় লাগত৷ বাবা-র মৃত্যুর ঘটনায় তিনি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন৷
advertisement
advertisement
It is with the deepest grief and sadness, we inform the passing away of my father Mr. Ajaybhai Bipinchandra patel. He left for his heavenly abode on 26th September 2021.We request you to keep him in your thoughts and prayers. May his soul rest in peace🙏 ॐ नम: शिवाय🙏🙏 pic.twitter.com/tAsivVBJIt
— parthiv patel (@parthiv9) September 26, 2021
advertisement
পার্থিব ২০১৯ সালে আইপিএলের এক একটি ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে যেতেন তখন ভয়ে ভয়ে ফোন দেখতেন৷ ভাবতেন এই বুঝি না হাসপাতাল থেকে কোনও খারাপ খবর আসে৷ ২০১৯-র আইপিএল শুরু হওয়ার আগে নিজের বাবা-র বিষয়ে সকলকে জানিয়েছিলেন৷ তাঁর বাবা লম্বা সময় হাসপাতালে ভর্তি ছিলেন৷
পার্থিব প্যাটেল সে সময় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর বাবা হঠাৎ করে পড়ে গিয়েছিলেন৷ তারপর তাঁর বাবা টানা ১২ দিন আইসিইউতে ছিলেন৷ সেই সময় ১০ দিন ধরে বাড়িও যেতে পারেননি পার্থিব প্যাটেল৷ যার ফলে ক্রিকেটও খেলতে পারেননি তিনি৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 26, 2021 4:20 PM IST