Pak vs Eng: পাকিস্তানের এমন এক ম্যাচ যার ফল তিন, তিনবার ঘোষিত হয়েছিল, অধিনায়ক হয়েছিলেন নির্বাসিত

Last Updated:

ঐতিহাসিক ম্যাচ তবে লজ্জার কারণ রয়েছে...

#নয়াদিল্লি: ক্রিকেট ইতিহাসে একাধিক বিবাদের ম্যাচ হয়েছে৷ মাঠেও একাধিক সময়ে বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ক্রিকেটারদের মধ্যে লড়াই হয় এমনকি আম্পায়ারের সঙ্গেও ঝগড়া হয়৷ কিন্তু আজকের দিনেই ২০০৬ সালে এমন একটা ঘটনা ঘটেছিল তা আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় আগে কখনও হয়নি৷ এদিন হয়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pakistan vs England, The Oval Test) -র ওভাল টেস্ট৷  মাঠের মধ্যে এত গণ্ডগোল হয়েছিল যে খেলার মধ্যে তিন তিন বার খেলা বন্ধ করে দিতে হয়েছিল৷ এই মোকাবিলায় পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক (Inzamam-ul-Haq) আর আম্পায়ার ড্যারেল হেয়ারের মধ্যে ঝামেলা শুরু হয়৷ অভিযোগ ছিল বল ট্যাম্পারিংয়ের৷ পাকিস্তান যা অস্বীকার করে৷ এরপর এমন হয় যা কখনও কোনও ম্যাচে হয়নি৷ ম্যাচের শেষে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়৷
জেনে নিন টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত কাহিনী৷
ওভালের মাঠে প্রথমে পাকিস্তান বল করে ইংল্যান্ড মাত্র ১৭৩ রানে অলআউট হয়ে যায়৷ এরপর ইনজামাম উল হকের পাকিস্তান ৫০৪ রান করে৷ কিন্তু ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এমন একটা জিনিস হয় যা দেখে ক্রিকেট ফ্যানরা হতচকিত হয়ে যান৷ কেউ তার আগে কখনও ভাবেনি ক্রিকেট মাঠে এধরণের ঘটনা ঘটতে পারে৷ ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৮ রান করে নেয়৷ এরপরেই পুরো পরিস্থিতি খারাপ হয়ে যায়৷ ড্যারেল হেয়ার পাকিস্তান বোলারদের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তোলেন৷ ইনজি অভিযোগ অস্বীকার করেন৷ এরপর টি ব্রেকে পাকিস্তান দল ড্রেসিংরুমে ফেরে আর মাঠে নামেনি৷
advertisement
advertisement
পাকিস্তান এভাবে মাঠে না নামায় গোটা দুনিয়া চমকে যায়৷ আসলে অধিনায়ক ইনজামাম উল হক গোটা দলকেই ড্রেসিংরুমে আটকে দেয়৷ তারপর বহুক্ষণ বাদে মাঠে যখন ক্রিকেটাররা নামে তখন অনেক দেরি হয়ে গিয়েছিল৷ এই প্রথম ক্রিকেটে কোনও রদ হওয়া ম্যাচের একটি দলকে জয়ী ঘোষণা করা হয়৷
ম্যাচে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়৷ পাশাপাশি পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হককে এক মাসের জন্য নির্বাসিত করে দেওয়া হয়৷ এই ম্যাচ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি কথা চালাতে থাকে৷ কিন্তু ২ বছর বাদে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pak vs Eng: পাকিস্তানের এমন এক ম্যাচ যার ফল তিন, তিনবার ঘোষিত হয়েছিল, অধিনায়ক হয়েছিলেন নির্বাসিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement