#IPL: ‘আমি বুড়ো হয়েছি আমি খুব স্লো’ একথা বলার পর ধোনি যা করলেন, দেখুন ভিডিও

Last Updated:

দেখে নিন ধোনির দমের ভাইরাল ভিডিও

#মুম্বই : ওয়েস্টইন্ডিজ অলরাউন্ডার ডয়েন ব্র্যাভো নিজের মুখে করেছেন সিক্রেট আউট৷ কেন তাঁকে সকলের সামনে বুড়ো বলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷
২০১৮ -র আইপিএল ফাইনালের ঘটনা ৷ মাহি -ব্র্যাভোকে চ্যালেঞ্জ করেছিলেন  '3 run dash'-এ৷ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ট্রফি জেতার পর দারুণ বিন্দাস মেজাজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে ৷
এই সময় খোশমেজাজে থাকা অধিনায়ক মস্তিতে এসে ব্র্যাভোকে ছুঁড়েছিলেন চ্যালেঞ্জ ৷ আর সেখানেই ব্যাট হাতে নিয়ে পিচেই শুরু হয় থ্রি রান ড্যাশ ৷ আর সেই ক্লিপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল ৷ একেবারে কাঁটায় কাঁটায় টক্কর বলতে যা বোঝায় এই লড়াইও ছিল সেটাই৷ কিন্তু মাহি তো হারার জন্য কাউকে চ্যালেঞ্জ দেন না৷ সেই স্প্রিন্টে ডয়েন ব্র্যাভোকে বয়স নিয়ে খোঁটা দিচ্ছিলেন দেদার মজা করে ৷ ব্র্যাভো বলছেন, ‘ও শুরু থেকেই বলছিল যে আমি একজন বৃদ্ধ , আমি একজন বৃদ্ধ৷ আমি খুব স্লো, আমি ওকে বলেছিলামে আমি তোমায় চ্যালেঞ্জ করছি উইকেটের ভিতর স্প্রিন্ট টানি ৷ ও বলেছিল কোনও সুযোগ নেই - আমি বলেছিলাম টুর্নামেন্টের শেষে লড়াই হবে৷ ’
advertisement
advertisement
দেখে নিন ,সেই লড়াইয়ের ভিডিও৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#IPL: ‘আমি বুড়ো হয়েছি আমি খুব স্লো’ একথা বলার পর ধোনি যা করলেন, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement