বাড়িতে বসে রয়েছেন কোয়ারেন্টাইনে , জো রুটের ক্রিকেট অ্যাকাডেমির এই ভিডিও দেখে ঝালিয়ে নিন এই ক্রিকেট স্কিল

Last Updated:

সহজ ভিডিও দেখে ঝালিয়ে নিন ক্রিকেট স্কিল

#কলকাতা: কোয়ারেন্টাইনে রয়েছেন , হোম আইসোলেশন - আর চাপ নিতে পারছেন না মানসিক চাপ হচ্ছে ৷ কিন্তু কবে এই করোনা প্যানডেমিক কবে ছাড়বে তা জানা যাচ্ছে না ৷ এই অবস্থায় নিজেকে ফুরফুরে রাখুন ৷ বেশি দেখুন সিনেমা, খেলা ৷ শুধু পুরনো খেলা দেখে যদি বোর লাগে তাহলে একটু ক্রিকেট কোচিং সেন্টারের ভিডিও দেখে নিতে পারেন ৷
আসলে ছোটবেলা থেকে কৈশোরের পথে ক্রিকেট ব্যাট হাতে তোলেননি তা কখনও হতে পারে না ৷ তাই এইসময় ফের একবার ঝালিয়ে নিতে পারেন নিজের পুরনো ক্রিকেট স্কিল ৷ ধুলো ঝেড়ে বার করে নিন নিজের ক্রিকেট ব্যাট ও বলটা ৷
আর ট্রেনার কে হবে ৷ একেবারে ইংল্যান্ড অধিনায়ক জো রুট যদি হয় তাহলে ভেবে দেখেছেন ৷ জো রুটের ক্রিকেট অ্যাকাডেমি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে৷ তারা নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে চ্যানেল ছোট ছোট ভিডিও দেয় ৷ সেটা দিয়ে আপলোড হওয়া ভিডিও থেকে ঝালিয়ে নিন স্কিল ৷
advertisement
advertisement
চেনা ছকের এই  শট তো মারতে দেখেন কিন্তু রিঅ্যাকশন ও শট সিলেকশনের জন্যেও এই ভিডিও দারুণ সুবিধাজনক হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাড়িতে বসে রয়েছেন কোয়ারেন্টাইনে , জো রুটের ক্রিকেট অ্যাকাডেমির এই ভিডিও দেখে ঝালিয়ে নিন এই ক্রিকেট স্কিল
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement