IND vs WI : বুমরাহের হ্যাটট্রিক, হনুমার শতরান, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত
Last Updated:
তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির Jasprit Bumrah-র
#কিংস্টন: দুরন্ত ভারতীয় দল , ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট -বল হাতে দাপট টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন জসপ্রীত বুমরাহ ৷ একাই নিয়ে নিলেন ৬ উইকেট ৷ আর এরই সুবাদে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্টইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৮৭ রান ৷
এদিকে এর আগে এদিন ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে হনুমা বিহারী শতরান করে ফেলেন ৷ ২২৫ বলে ১১১ রান করেন হনুমা ৷ তাঁর ইনিংস এদিন সাজানো ১৬ টি চার দিয়ে ৷ এছাড়াও তাঁকে শেষবেলায় দারুণ সঙ্গত করেন ইশান্ত শর্মা ৷ তিনি ৮০ বলে ৫৭ রান করেন ৷ মূলত এঁদের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই ৪১৬ রান করে টিম ইন্ডিয়া ৷
advertisement
advertisement
এদিকে ভারতের এই বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবিয়ান ব্রিগেড ৷ মাত্র ৩৩ ওভার খেলেই ৭ উইকেটে ৮৭ রান করেছে তারা ৷ এদের ক্যারিবিয়ান ব্রিগেডের সফলতম ইনিংস খেলেছেন হেটমেয়ার ৷ তিনি ৩৪ রান করে মহম্মদ শামির শিকার ৷
advertisement
এদিন জসপ্রীত বুমরাহ ৬ টি উইকেট নেন ৷ ৯.১ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি ৷ এদিন বুমরাহের হ্যাটট্রিকের শিকার ড্যারেন ব্র্যাভো, শামরাহ ব্রুকস, রস্টন চেজ ৷ এর আগে ইরফান পাঠান ও হরভজন সিং দুই ভারতীয় বোলার যারা হ্যাটট্রিক করেছেন টেস্টে ৷
End of the Indian innings. #TeamIndia get to 416. Vihari 111. Ishant 57 #WIvIND pic.twitter.com/beqUiq9MZx
— BCCI (@BCCI) August 31, 2019
advertisement
Day 2 had its fair share of action with Bumrah picking up a hat-trick and six wickets. West Indies 87/7 at the end of Day 2 #TeamIndia #WIvIND pic.twitter.com/USlzmlH8p6
— BCCI (@BCCI) August 31, 2019
End of the Indian innings. #TeamIndia get to 416. Vihari 111. Ishant 57 #WIvIND pic.twitter.com/beqUiq9MZx
— BCCI (@BCCI) August 31, 2019
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2019 7:13 AM IST