IND vs WI : বুমরাহের হ্যাটট্রিক, হনুমার শতরান, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত

Last Updated:

তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির Jasprit Bumrah-র

#কিংস্টন: দুরন্ত ভারতীয় দল , ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ব্যাট -বল হাতে দাপট টিম ইন্ডিয়ার ৷ তৃতীয় ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের নজির গড়লেন জসপ্রীত বুমরাহ ৷ একাই নিয়ে নিলেন ৬ উইকেট ৷ আর এরই সুবাদে দ্বিতীয় দিনের শেষে ওয়েস্টইন্ডিজের স্কোর ৭ উইকেটে ৮৭ রান ৷
এদিকে এর আগে এদিন ব্যাট হাতে ভারতীয় দলের হয়ে হনুমা বিহারী শতরান করে ফেলেন ৷ ২২৫ বলে ১১১ রান করেন হনুমা ৷ তাঁর ইনিংস এদিন সাজানো ১৬ টি চার দিয়ে ৷ এছাড়াও তাঁকে শেষবেলায় দারুণ সঙ্গত করেন ইশান্ত শর্মা ৷ তিনি ৮০ বলে ৫৭ রান করেন ৷ মূলত এঁদের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই ৪১৬ রান করে টিম ইন্ডিয়া ৷
advertisement
advertisement
এদিকে ভারতের এই বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবিয়ান ব্রিগেড ৷ মাত্র ৩৩ ওভার খেলেই ৭ উইকেটে ৮৭ রান করেছে তারা ৷ এদের ক্যারিবিয়ান ব্রিগেডের সফলতম ইনিংস খেলেছেন হেটমেয়ার ৷ তিনি ৩৪ রান করে মহম্মদ শামির শিকার ৷
advertisement
এদিন জসপ্রীত বুমরাহ ৬ টি উইকেট নেন ৷ ৯.১ ওভারে ১৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি ৷ এদিন বুমরাহের  হ্যাটট্রিকের শিকার ড্যারেন ব্র্যাভো, শামরাহ ব্রুকস, রস্টন চেজ ৷ এর আগে ইরফান পাঠান ও হরভজন সিং দুই ভারতীয় বোলার যারা হ্যাটট্রিক করেছেন টেস্টে ৷
advertisement
advertisement
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI : বুমরাহের হ্যাটট্রিক, হনুমার শতরান, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চালকের আসনে ভারত
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement