IPL 2021: জোরদার অনুশীলনে অর্জুন তেন্ডুলকর, অভিষেক হওয়ার সম্ভবনা উজ্জ্বল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অর্জুন তেন্ডুলকরের সামনে সুবর্ণ সুযোগ৷
#মুম্বই: সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) কে ক্রিকেট ভগবান বলা হয়৷ এবার আইপিএল (IPL 2021) -র বর্তমান মরশুমে তাঁর ছেলে অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) টি টোয়েন্টি টুর্নামেন্টে আইপিএলে অভিষেক ঘটতে পারে৷ আইপিএল নিলামে অর্জুন তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স৷ সচিন এর আগে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে খেলেছেন৷ তিনি আইপিএল ট্রফিও জিতেছেন৷ সচিন আইপিএল টি টোয়েন্টিতে শতরানও করেছেন৷
মুম্বই ইন্ডিয়ান্স মঙ্গলবার নিজেদের ক্রিকেটারদের ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে৷ সেই ক্রিকেটারদের দলে অর্জুন তেন্ডুলকরও রয়েছেন৷ তাঁকে পিচ মাপজোক করছেন এরকম ছবিও দেখা যাচ্ছে৷ এছাড়াও দলের ক্রিকেটারদের অপরেশন্স ডায়রেক্টর আর পূর্ব ভারতীয় পেসার জাহির খান, অফ স্পিনার জয়ন্ত যাদবকেও দেখা যাচ্ছে৷
এ মরশুমে আইপিএলে ৯ এপ্রিল থেকে শুরু হবে৷ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরর মধ্যে লড়াই৷ অর্জুন তেন্ডুলকর দলে নির্বাচিত হওয়ার পর জাহির খান জানিয়েছেন অর্জুন তেন্ডুলকর খুবই পরিশ্রমী ক্রিকেটার৷ তিনি আরও বলেছেন সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ায় তাঁর ওপর বাড়তি চাপ সব সময় থাকবে৷
advertisement
advertisement
The H.U.S.T.L.E. is 🔛#OneFamily #MumbaiIndians #IPL2021 @ImZaheer @iamanmolpreet28 pic.twitter.com/lSBw58pg4c
— Mumbai Indians (@mipaltan) March 30, 2021
অর্জুন তেন্ডুলকর বেশ কিছু সময় ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে অনুশীলন করেন৷ তাই এবারের নিলামের আগে থেকেই এই জল্পনা জোরদার ছিল যে মুম্বই ইন্ডিয়ান্সই নিলামে সচিন পুত্রকে কিনবে৷
advertisement
২০২১ আইপিএলের মুম্বইয়ের পুরো দল- রোহিত শর্মা, আদিত্য তারে, অনমোলপ্রীত সিং, ধবল কুলকার্ণী, হার্দিক পান্ডিয়া, ইশান কিষণ, জসপ্রীত বুমরাহ, জয়ন্ত যাদব, কায়রণ পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডি কক, রাহুল চাহার, সূর্যকুমার যাদব, ট্রেন্ট বোল্ট, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, মহসিন খান, অ্যাডম মিত্নে, ন্যাথান কুল্টার নাইল, পীযূষ চাওলা, মার্কো জেন্সন , যুদ্ধবীর সিংহ, জেমস নীসম, অর্জুন তেন্ডুলকর৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 30, 2021 4:38 PM IST

