IPL 2021: দ্বিতীয় পর্বের আইপিএলে কেউ করোনা পজিটিভ হলে কী হবে?

Last Updated:

দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দুবাইতে খেলা হবে৷

#মুম্বই: আইপিএল ২০২১ -র দ্বিতীয় পর্বে (IPL 2021 2nd Phase) ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে৷ লিগের প্রথম পর্বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই টুর্নামেন্টে দ্বিতীয় পর্বে, স্বাস্থ্য ও সুরক্ষা প্রটোকল জারি করেছে৷ এবার লিগে করোনার কারণে ়যাতে কোনও বাধা না পড়ে তার জন্য সব রকম নিয়মবিধি পালন করতে হবে৷ সব পরিস্থিতি মাথায় রেখেই কড়াভাবে সব নিয়ম পালন করতে হবে৷ এরপরেও যদি কোনও ক্রিকেটার বা বায়োবাবলে থাকা কেউ করোনা পজিটিভ হন তাহলে কী হবে৷ এর জন্যেও বিসিসিআই স্পষ্ট গাইডলাইন জারি করেছে৷
বিসিসিআইয়ের হেলথ এবং সেফটি প্রটোকল অনুযায়ি কোনও ক্রীড়াবিদ সংযুক্ত আরব আমিরশাহিতে সংক্রমিত হন তাহলে অন্তত ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে৷ সংক্রমিতদের ৯ ও ১০ নম্বর দিনে করোনা -র আরটিপিসিআর টেস্ট হবে৷ এরপরেই ফের আবার সেই ক্রিকেটারকে বায়োবাবলে ঢুকতে দেওয়া হবে৷ ২৪ ঘণ্টার মধ্যে দুটি আরটিপিসিআর টেস্টের রেজাল্ট নেগেটিভ হতে হবে৷
advertisement
সংক্রমিত সদস্যের মধ্যে যদি কোনও ধরণের লক্ষণ না দেখা যায় আর ওষুধ বন্ধ হয়ে যাওয়ার একদিনের বেশি সময় কেটে যায় তারপরেই তাঁকে বায়োবাবলে ঢুকতে দেওয়া হবে৷ পুরনো সংক্রমণের কারণে ফল্স পজিটিভ রিপোর্টও আসতে পারে তাই সেরোলজি টেস্টের সঙ্গে সঙ্গে রিপিট আরটিপিসিআর টেস্ট করতে হবে৷ আইপিএলে মোট ১৪ টি বায়ো বাবল তৈরি করা হয়েছে৷ এতে মোট ৮ টি দল, ৩ ম্যাচ অফিসিয়াল ও তিন সম্প্রচারকারী ও ধারাভাষ্যকারদের জন্য বায়ো বাবল তৈরি হবে৷
advertisement
advertisement
আইপিএলের প্রথম পর্বে এই বছর ৯ এপ্রিল থেকে শুরু হবে৷ ওপেনিং ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে৷ ২৯ টি ম্যাচ খেলা হওয়ার পর আলাদা আলাদা ক্রিকেট দলের ক্রিকেটাররা করোনা পজিটিভ হওয়ায় আইপিএল বন্ধ করা হয়েছে৷ এবার লিগের দ্বিতীয় পর্বে ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷
দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে দুবাইতে খেলা হবে৷ সেখানেই টুর্নামেন্টের ফাইনাল ১৫ অক্টোবর দুবাইতে হবে৷ বর্তমানে ক্রমাঙ্ক তালিকা অনুযায়ি দিল্লি ক্যাপিটাল্স ৬ টি ম্যাচ জিতে প্রথম স্থানে রয়েছে৷ সিএসকে এবং আরসিবি দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে৷ গতবার লিগের আয়োজন ইউএইতে হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: দ্বিতীয় পর্বের আইপিএলে কেউ করোনা পজিটিভ হলে কী হবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement