IPL 2020 Auction: নিলাম টেবিলে কাদের নিয়ে কাড়াকাড়ি ? একঝলকে দেখে নিন নজরকাড়া তারকারদের

Last Updated:

বিদেশিদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে রয়েছে ভারতীয় ক্রিকেটাররাও

PARADIP GHOSH
#কলকাতা: কোন ক্রিকেটারদের নিয়ে উত্তাল হতে পারে আইপিএলের নিলাম? বুধবার নিলামে কাদের দর আকাশ ছুঁতে পারে? দেখে নেওয়া যাক এক ঝলকে। বিদেশিদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরে রয়েছে ভারতীয় ক্রিকেটাররাও।
১) সিমরন হেটমেয়র : নজরকাড়া ক্রিকেটারদের এই তালিকার ওপরদিকে রয়েছেন সিমরন হেটমেয়র। একাধঝিক ফ্র্যাঞ্চাইজির নজর রয়েছে ক্যারিবিয়ান তারকা সিমরন হেটমেয়রের ওপর। দুরন্ত ফর্মে রয়েছেন ২২ বছর বয়সী ওয়েস্টইন্ডিজ তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান রয়েছে সিমরনের। আইসিসি-র বিচারে সেরা পাঁচ নবাগত প্রতিভার তালিকাতেও নাম রয়েছে ক্যারিবিয়ান বাঁ-হাতি ব্যাটসম্যানের। সীমিত ওভারের পাশে টি-টোয়েন্টিতে সিমরনের ঝড় তোলা স্ট্রাইক রেটই আইপিএল নিলামের টেবিলে নজর কাড়বে বলেই মনে করছে ক্রিকেটমহল। ক্যারিবিয়ান তারকাকে দলে পেতে টাকার ঝুলি নিয়ে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
advertisement
advertisement
২) এভিন লিউইস : নিলামে নজরকাড়া নামের মধ্যে রয়েছেন এভিন লিউইস। ২৭ বছর বয়সী ক্যারিবিয়ান তারকাকে নিয়েও লড়াই হওয়ার সম্ভাবনা। বাম হাতি ব্যাটসম্যানকে দলে পেতে ঝাঁপাবে একাধিক ফ্র্যাঞ্চাইজি। টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। কিন্তু সীমিত ওভার ও টি-টোয়েন্টির আসরে বড় নাম লিউইস। ২৮ টি টি-টোয়েন্টিতে লিউইসের রান ১২২৯। মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল নিলামের জন্য লিউইসকে ছাড়লেও বৃহস্পতিবার ক্যারিবিয়ান ব্যাটসম্যানের জন্য দর হাঁকবে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
advertisement
৩) মার্টিন গাপ্তিল : আইপিএল নিলামে নজর রাখতে হবে কিউই ডান হাতি ব্যাটসম্যান মার্টিন গাপ্তিলের দিকেও। সানরাইজার্সের হয়ে শেষ মরশুমে খেলেছেন। বৃস্পতিবারের নিলামে গাপ্তিলের ওপর নজর থাকবে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির।
৪) গ্লেন ম্যাক্সওয়েল : বৃহস্পতিবার নিলামে ঝড় উঠবে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়েও। টি-টোয়িন্ট ক্রিকেটে বরাবরই পরিচিত নাম ম্যাক্সি। মানসিক অবসাদের জন্য বাইশ গজ থেকে সাময়িক বিরতির পর এবারের আইপিএলে বড় বাজি হতে পারেন অজি তারকা। আইপিএল হোক বা বিগ ব্যাশ। সীমিত ওভারের ক্রিকেটে সব সময়ই হটকেক ম্যাক্সওয়েল।
advertisement
৫) যশস্বী জয়সওয়াল : দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বইয়ের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। বিজয় হাজারে ট্রফিতে যশস্বীর দ্বিশতরান প্রশংসা কুড়িয়েছে ক্রিকেটমহলের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৭ বছর বয়সে কনিষ্ঠতম হিসেবে দ্বি-শতরানের মালিক যশস্বীকে দলে পেতে অঙ্ক কষেছে একাধিক ফ্র্যাঞ্চাইজি।
৬) প্রিয়ম গর্গ : নিলামে বড় দর পাওয়ার সম্ভাবনা অনূর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক প্রিয়ম গর্গের। বিদ্যুৎ গতিতে ভারতীয় ক্রিকেটে উত্থান প্রিয়মের। ২০১৮-১৯ মরশুমে উত্তরপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক প্রিয়মের। পরের মরশুমেই দলীপ ও দেওধরে জায়গা করে নেওয়া প্রিয়মকে নিয়ে নিলাম টেবিলে যে কাড়াকাড়ি হবে, তা বলার অপেক্ষা রাখে না।
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2020 Auction: নিলাম টেবিলে কাদের নিয়ে কাড়াকাড়ি ? একঝলকে দেখে নিন নজরকাড়া তারকারদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement