হোম /খবর /খেলা /
Ind vs Eng: Cheteswar Pujara-র মারাত্মক শট, প্রাণ যাচ্ছিল আম্পায়রের,দেখুন ভিডিও

Ind vs Eng: Cheteswar Pujara-র মারাত্মক শট, প্রাণ যাচ্ছিল আম্পায়রের, দেখুন ভিডিও

watch video cheteshwar pujara shot gave umpire richard kettleborough scare for his life- Photo Courtesy- Twitter/Video Grab

watch video cheteshwar pujara shot gave umpire richard kettleborough scare for his life- Photo Courtesy- Twitter/Video Grab

ক্লাসিক্যাল ব্যাটসম্যান পূজারা এভাবে খেলেন দেখে হয়রান ক্রিকেটপ্রেমীরা, দেখুন ভাইরাল ভিডিও৷

  • Last Updated :
  • Share this:

#লিডস : চেতেশ্বর পূজারা (cheteshwar pujara) ব্যাট ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ খেলছে৷ তৃতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি ১০৮ বলে ৯১ রান করেন৷ অন্যদিকে ২ উইকেটে ২১৫ রান করেছে৷ পূজারা এখনও অবধি ১৫ টি চার মেরেছেন৷

পূজারা ও ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জুটিতে ৯৯ রান করেছেন৷ কোহলি ৪৫ রান করে ক্রিজে রয়েছেন৷ ভারতীয় দল এখন অবধি ইংল্যান্ডের থেকে ১৩৯ রান পিছনে রয়েছেন৷ এখনও ২ দিনের খেলা বেঁচে রয়েছে৷ কিন্তু তৃতীয় দিনের খেলার সময় পূজারা এমন একটি শট মারেন যে লেগ আম্পায়র কোনও ক্রমে নিজেকে বাঁচান৷

পূজারা ৭৯ ওভারে মইন আলির প্রথম বলে ব্যাকফুটে স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে প্রচণ্ড শক্তিশালী শট মারেন৷ আম্পায়ার রিচার্ড অ্যালার্ট না থাকলে বল সজোরে তাঁর দিকে লাগত৷ আম্পায়র ঝট করে নিচু হয়ে যান৷ কিন্তু তাঁর বডি ব্যালান্স বিগড়ে যায়৷ বল তাড়াতাড়ি বাউন্ডারিতে পৌঁছে যায়৷ দেখে নিন সেই ভিডিও৷

ভারতীয়  ফ্যানদের নজর চতুর্থ দিনে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ওপর থাকবে৷  তৃতীয় দিনে শেষ সেষনে দুই অভিজ্ঞ খেলোয়াড় খুবই ভালোভাবে খেলেছে৷ ম্যাচ বাঁচাতে হলে ভারতের তারকা ব্যাটসম্যানদের নিজেদের ফর্মে ফিরতেই হবে৷ ভারত নিজেদের প্রথম ইনিংস ৭৮ রানে শেষে হয়ে যায়৷ এরপর ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৪৩২ রান করেন৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল ১-০ তে সিরিজে এগিয়ে আছে৷ কারণ তারা সিরিজের দ্বিতীয় অর্থাৎ লর্ডস টেস্ট জিতে নিয়েছে৷
Published by:Debalina Datta
First published:

Tags: Cheteswar Pujara, Ind vs Eng, Indian Cricket Team