#লিডস : চেতেশ্বর পূজারা (cheteshwar pujara) ব্যাট ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ খেলছে৷ তৃতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি ১০৮ বলে ৯১ রান করেন৷ অন্যদিকে ২ উইকেটে ২১৫ রান করেছে৷ পূজারা এখনও অবধি ১৫ টি চার মেরেছেন৷
পূজারা ও ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জুটিতে ৯৯ রান করেছেন৷ কোহলি ৪৫ রান করে ক্রিজে রয়েছেন৷ ভারতীয় দল এখন অবধি ইংল্যান্ডের থেকে ১৩৯ রান পিছনে রয়েছেন৷ এখনও ২ দিনের খেলা বেঁচে রয়েছে৷ কিন্তু তৃতীয় দিনের খেলার সময় পূজারা এমন একটি শট মারেন যে লেগ আম্পায়র কোনও ক্রমে নিজেকে বাঁচান৷
পূজারা ৭৯ ওভারে মইন আলির প্রথম বলে ব্যাকফুটে স্কোয়ার লেগ আম্পায়ারের দিকে প্রচণ্ড শক্তিশালী শট মারেন৷ আম্পায়ার রিচার্ড অ্যালার্ট না থাকলে বল সজোরে তাঁর দিকে লাগত৷ আম্পায়র ঝট করে নিচু হয়ে যান৷ কিন্তু তাঁর বডি ব্যালান্স বিগড়ে যায়৷ বল তাড়াতাড়ি বাউন্ডারিতে পৌঁছে যায়৷ দেখে নিন সেই ভিডিও৷
— Sportzhustle_Squad (@sportzhustle) August 27, 2021
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।