#Breaking: মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি লিটন দাস, বদলি হিসেবে এলেন মেহেদি হাসান

Last Updated:

নইম আহত হতে ছুটে এল গোটা ভারতীয় দল, দেখে নিন টিম ইন্ডিয়ার মানবিকতার ভাইরাল ভিডিও

#কলকাতা :  হাসপাতালে লিটন দাস ৷  ২০.৩ ওভারে মহম্মদ শামির শর্ট বল হেলমেটে লাগে বাংলাদেশি এই ক্রিকেটারের ৷ শামির বলে আহত বাংলাদেশের ক্রিকেটার ভর্তি হন  কলকাতার বেসরকারি হাসপাতালে ৷ বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি বাংলাদেশি এই ক্রিকেটার সেখানে কিছুক্ষণের মধ্যেই সিটিস্ক্যান হবে ৷ দু'জন চিকিৎসকের অধীনে ভর্তি রয়েছেন তিনি ৷
এই টেস্টে আর খেলতে পারবেন না তিনি ৷ তাঁর বদলি মেহেদি হাসান ৷ এদিকে লিটনের পর ফের বলের আঘাত পান নইম ৷ তখন টিম ইন্ডিয়া নিজেদের ফিজিওকে ডেকে নেয় তাঁর চিকিৎসা করার জন্য ৷ বাইশ গজের লড়াই যে মানবিকতায় প্রভাব ফেলতে পারে না তাই প্রমাণ করল টিম ইন্ডিয়া ৷
advertisement
advertisement
এদিকে দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
advertisement
অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি  ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
#Breaking: মাথায় চোট পেয়ে হাসপাতালে ভর্তি লিটন দাস, বদলি হিসেবে এলেন মেহেদি হাসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement