Ind vs SL: দলে হু হু করে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ, এবার তালিকায় ‘এই’ দুই ক্রিকেটার

Last Updated:

বিসিসিআই (BCCI) শ্রীলঙ্কায় ক্রিকেটারদের করোনা পজিটিভদের (Covid positive) নিয়ে রীতিমতো চিন্তায়, তালিকায় নতুন নাম আরও ভাবনায় ফেলল!

#কলম্বো: টিম ইন্ডিয়া (Team India) শ্রীলঙ্কা সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল৷ বৃহস্পতিবার শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত ৭ উইকেটে হেরে যায়৷ এইভাবে শ্রীলঙ্কা এই টি টোয়েন্টি সিরিজে ২-১ জিতে যায়৷ ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) আগেই পজিটিভ (Covid 19 Positive) হয়েছিলেন ৷ তারপরেই ৮ জন ক্রিকেটার আইসোলেশনে (isolation) যান৷ সিরিজের শেষ ম্যাচেও তাঁরা খেলতে পারেননি৷ এবার রিপোর্টে মাথায় আরও আকাশ ভেঙে পড়ল আরও দুই টিম ইন্ডিয়ার সদস্য ইতিমধ্যেই পজিটিভ হয়েছেন৷
ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra chahal) আর কৃষ্ণাপ্পা গৌতম (krishnappa gautam)  পজিটিভ হয়েছেন৷ নতুন টেস্টের পর এই খবর সামনে এসেছে৷ এর আগে পৃথ্বী শ , সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম , মণীশ পাণ্ডে, ইশান  কিষাণ, যুজবেন্দ্র চাহাল, আর দীপক চাহার আইসোলেশনে গেছেন৷ ক্রুণাল পান্ডিয়া এই ক্রিকেটারদের কাছাকাছি এসেছিলেন৷ টিম ইন্ডিয়া আজ শ্রীলঙ্কা থেকে দেশে ফিরবে৷ আইসোলেশনে থাকা অন্য ক্রিকেটার হার্দিক, পৃথ্বী, সূর্যকুমার, মণীষ . দীপক ও ইশানের রিপোর্ট নেগেটিভ এসেছে৷তারা ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরবে৷
advertisement
advertisement
শ্রীলঙ্কা সরকারের প্রোটোকল অনুযায়ি পজিটিভ আসা ক্রিকেটারকে দশদিন আইসোলেশনে থাকতে হবে৷ এরপর টেস্ট নেগেটিভ আসার পরেই ক্রিকেটার দেশে ফিরতে পারবেন৷ কোনও কোভিড ১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ৭ দিন অবধি আইসোলেশনে থাকবেন৷ এরই মধ্যে আশঙ্কা বাড়িয়ে যুজবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতমের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ তাই তাদের আগামী ১০ দিন শ্রীলঙ্কাতেই থাকতে হবে৷
advertisement
বিসিসিআই (BCCI) গত দিনে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব ইংল্যান্ডে পাঁচটি টেস্ট ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে৷ কিন্তু শ্রীলঙ্কায় করোনা কেস এভাবে ভারতীয় দলে ধরা পড়ায় তাঁদেরকে লন্ডন পাঠানো হবে কিনা তা নিয়ে বোর্ডের পক্ষ থেকে এখনও কোন আপডেট পাওয়া যায়নি৷ রিপোর্ট অনুযায়ি তাঁদের পরিবর্তে অন্য ক্রিকেটারদের ইংল্যান্ডে পাঠানো হতে পারে৷  সব মিলিয়ে হঠাৎ করেই ভারতীয় ক্রিকেটে করোনা হানায় বড় চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SL: দলে হু হু করে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ, এবার তালিকায় ‘এই’ দুই ক্রিকেটার
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement