হোম /খবর /খেলা /
Ind vs Eng: ঝকঝকে সুন্দরের ব্যাট, এল অর্ধশতরান

Ind vs Eng: ঝকঝকে সুন্দরের ব্যাট, এল অর্ধশতরান

Photo Courtesy- BCCI/Twitter

Photo Courtesy- BCCI/Twitter

পন্থের শতরানের পর সুন্দরের অর্ধশতরান৷

  • Last Updated :
  • Share this:

 #আহমেদাবাদ: পন্থের সঙ্গে যোগ্য সঙ্গত, তবে শুধু সঙ্গতকারী হিসেবেই থাকলেন না ওয়াশিংটন সুন্দর৷ দ্বিতীয় দিনের খেলার শেষ বেলার মধ্যে অর্ধশতরান করে নিলেন এই তরুণ বোলার৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা যে তিনি পারেন তা অস্ট্রেলিয়াতেই প্রমাণ করেছিলেন আর এদিন প্রমাণ করলেন যে হ্যাঁ এটা তাঁর জোরের জায়গা, কারণ ২০১৭ তে শেষ ঘরোয়া ক্রিকেটে তামিলনাড়ুর হয়ে ওপেনিংয়ে শতরান করেছিলেন তিনি৷

এদিন তিনি পন্থের সঙ্গে জুটিতে শতরান তোলার পাশাপাশি নিজের অর্ধশতরান করে নেন৷ তাঁর অর্ধশতরান আসে ৯৬ বলে৷ তাঁর অর্ধশতরান সাজানো ছিল ৭ টি চার দিয়ে৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু, দুটি টেস্টে শতরান মাঠে রেখে ফিরতে হয়েছিল , ইংল্যান্ডের বিরুদ্ধে আর কোনও ভুল করলেন না তরুণ তুর্কি ঋষভ পন্থ৷

ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে চতুর্থ টেস্টে তিনি সেরে নিলেন তাঁর শতরান৷ এর আগে তার দুটি শতরান ছিল এটি হল তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান৷ আগের দুবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নব্বইয়ের কোঠায় আউট হয়েছিলেন তবে এবারেও সেই স্বকীয় ভঙ্গিতেই খেললেন ৷ছয় মেরে সেরে নেন শতরান৷ তিনি এদিন যখন ব্যাট করতে এসেছিলেন তখন পরপর তারকাদের হারিয়ে চাপে ছিল ভারত৷ কিন্তু তিনি যখন মাঠ ছাড়লেন তখন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ৫০ -র বেশি লিড ৷

এদিনের ঋষভ ১১৮ বলে ১০১ রান করে আউট হন ৷ তাঁর ইনিংস সাজানো ১৩ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ অ্যান্ডারসনের বলে রুটের তালুবন্দি হন তিনি৷ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে গুরুত্বপূর্ণ শতরানের পার্টনারশিপ এদিন ভারতীয় ইনিংসকে গড়তে দারুণ সাহায্য করে৷

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টের দ্বিতীয় দিনে মাত্র ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মাঠে রেখে আসতে হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)৷ কিন্তু শুক্রবার হিটম্যান রোহিত রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন৷ চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চক্রে প্রথম ওপেনার হিসাবে ১০০০ রান পূরণ করলেন৷ রোহিতের পরেই আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (David Warner) (৯৪৮) ও দক্ষিণ আফ্রিকার ডিন এলগার (Dean Elgar) (৮৪৮ রান)৷

Published by:Debalina Datta
First published:

Tags: India vs england, Rishabh Pant