IND vs ENG: লিডসের ভুল কখনই ওভালে নয়, প্লেয়িং ইলেভেনে ‘এই’ ক্রিকেটারকে আনলেই কামাল

Last Updated:

IND vs ENG চতুর্থ টেস্টের আগে প্রাক্তন ইংলিশ অধিনায়কের বিশেষ টিপস বিরাট কোহলিকে৷

#ওভাল:  অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে (IND vs ENG Oval Test) খেলবেন না খেলবেন না৷ এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন৷ অশ্বিন বর্তমান টেস্ট সিরিজের প্রথম তিনটি খেলায় সুযোগ পাননি৷ কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন (Nasser Hussain)  -র মত এখন সময় এসেছে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ওভালের চতুর্থ টেস্টে প্লেয়িং ইলেভেন বদলানোর প্রস্তাব দিয়েছেন৷
লিডসে আয়োজক ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত৷ এরপরেই নাসির হুসেনের মত অশ্বিন দলে এলেই সিরিজে ফিরতে পারে ভারত৷
হুসেন ব্রিটিশ দৈনিক ডেইলি মেলে নিজের কলামে লিখেছেন টিম ইন্ডিয়ার কাছে অফ স্পিনার রয়েছে- যে বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছে, পাশাপাশি অশ্বিন ব্যাট হাতেও বেশ কার্যকরী৷ তিনি টেস্টে পাঁচটি শতরান করেছেন৷ তিনি হেডিংলেতে ইংল্যান্ডের পাঁচ জন বাঁহাতি ক্রিকেটারের বিরুদ্ধে খেলানো উচিত৷
advertisement
advertisement
প্রাক্তন ইংলিশ অধিনায়ক ভারতকে আরও এক ব্যাটসম্যানকে সামিল করতে বলেছেন৷ আর ঋষভ পন্থকে ৭ নম্বরে খেলানো উচিত৷ তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে অশ্বিন যেকোনও পেসারকে সরিয়ে প্রথম একাদশে খেলতে পারেন৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে অশ্বিনের জুটি একেবারে পারফেক্ট প্লেয়িং ইলেভেন বানাতে পারে৷ তবে জাদেজার হাঁটুর চোটও খতিয়ে দেখতে হবে৷
অশ্বিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন৷ তিনি ভালো বোলিং করে ৪ উইকেট নিয়েছেন৷ কিন্তু এরপর আর তিনি কোনও ম্যাচ খেলেননি যেহেতু টিম চার পেসার ও এক স্পিনারে খেলছে৷
advertisement
দলের এই প্ল্যানিংয়ে অশ্বিনকে প্রথম একাদশে ফিট করানো যাচ্ছে না৷ ওভালের পিচে স্পিন কাজ করে, এটা ইংল্যান্ডের স্লো পিচগুলির মধ্যে একটি তাই এখানে অশ্বিন কার্যকারী ভূমিকা নিতে পারেন৷
২ তারিখ থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ৷ এই মুহূর্তে সিরিজে ১-১ অবস্থায় রয়েছে৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: লিডসের ভুল কখনই ওভালে নয়, প্লেয়িং ইলেভেনে ‘এই’ ক্রিকেটারকে আনলেই কামাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement