IND vs ENG: লিডসের ভুল কখনই ওভালে নয়, প্লেয়িং ইলেভেনে ‘এই’ ক্রিকেটারকে আনলেই কামাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IND vs ENG চতুর্থ টেস্টের আগে প্রাক্তন ইংলিশ অধিনায়কের বিশেষ টিপস বিরাট কোহলিকে৷
#ওভাল: অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে (IND vs ENG Oval Test) খেলবেন না খেলবেন না৷ এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন৷ অশ্বিন বর্তমান টেস্ট সিরিজের প্রথম তিনটি খেলায় সুযোগ পাননি৷ কিন্তু ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন (Nasser Hussain) -র মত এখন সময় এসেছে যখন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ওভালের চতুর্থ টেস্টে প্লেয়িং ইলেভেন বদলানোর প্রস্তাব দিয়েছেন৷
লিডসে আয়োজক ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ৭৬ রানে হেরেছে ভারত৷ এরপরেই নাসির হুসেনের মত অশ্বিন দলে এলেই সিরিজে ফিরতে পারে ভারত৷
হুসেন ব্রিটিশ দৈনিক ডেইলি মেলে নিজের কলামে লিখেছেন টিম ইন্ডিয়ার কাছে অফ স্পিনার রয়েছে- যে বিশ্ব ক্রমতালিকায় ২ নম্বরে রয়েছে, পাশাপাশি অশ্বিন ব্যাট হাতেও বেশ কার্যকরী৷ তিনি টেস্টে পাঁচটি শতরান করেছেন৷ তিনি হেডিংলেতে ইংল্যান্ডের পাঁচ জন বাঁহাতি ক্রিকেটারের বিরুদ্ধে খেলানো উচিত৷
advertisement
advertisement
প্রাক্তন ইংলিশ অধিনায়ক ভারতকে আরও এক ব্যাটসম্যানকে সামিল করতে বলেছেন৷ আর ঋষভ পন্থকে ৭ নম্বরে খেলানো উচিত৷ তিনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে অশ্বিন যেকোনও পেসারকে সরিয়ে প্রথম একাদশে খেলতে পারেন৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে অশ্বিনের জুটি একেবারে পারফেক্ট প্লেয়িং ইলেভেন বানাতে পারে৷ তবে জাদেজার হাঁটুর চোটও খতিয়ে দেখতে হবে৷
অশ্বিন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন৷ তিনি ভালো বোলিং করে ৪ উইকেট নিয়েছেন৷ কিন্তু এরপর আর তিনি কোনও ম্যাচ খেলেননি যেহেতু টিম চার পেসার ও এক স্পিনারে খেলছে৷
advertisement
দলের এই প্ল্যানিংয়ে অশ্বিনকে প্রথম একাদশে ফিট করানো যাচ্ছে না৷ ওভালের পিচে স্পিন কাজ করে, এটা ইংল্যান্ডের স্লো পিচগুলির মধ্যে একটি তাই এখানে অশ্বিন কার্যকারী ভূমিকা নিতে পারেন৷
২ তারিখ থেকে ওভালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ৷ এই মুহূর্তে সিরিজে ১-১ অবস্থায় রয়েছে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2021 2:54 PM IST