• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • Ind vs Aus: মহম্মদ শামি ছিটকে যেতেই শিকে ছিঁড়ছে ‘এই’ তরুণ স্পিডস্টারের

Ind vs Aus: মহম্মদ শামি ছিটকে যেতেই শিকে ছিঁড়ছে ‘এই’ তরুণ স্পিডস্টারের

Photo-File

Photo-File

শামিকে ম্যাচ শেষের পর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷

 • Share this:

  #মুম্বই : ভারতীয় দল অস্ট্রেলিয়া -র বিরুদ্ধে চারটি টেস্ট খেলতে গেছে।তবে প্রথম টেস্টেই মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জিতেছে অজিরা। এখন ভারতীয় দলের নজরে বাকি ম্যাচগুলিতে ঘুরে দাঁড়ানো। কিন্তু তার আগেই মহম্মদ শামির আঘাত নড়িয়ে দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামি দ্বিতীয় ইনিংসে চোট পেয়েছেন। তার জন্য তিনি আহত ও অবসৃত হন।সংবাদ মাধ্যমের খবর অনুযায়ি তিনটি টেস্ট থেকেই ছিটকে গেছেন তিনি।

  এই অবস্থায় মহম্মদ সিরাজ (mohammed siraj) ২৬ ডিসেম্বরের বক্সিং ডে-তে খেলার সম্ভবনা উজ্জ্বল৷ স্পোর্টস টু -ডে -তে প্রকাশিত খবর অনুযায়ি বক্সিং ডে টেস্টে সুযোগ পেতে পারেন৷ দ্বিতীয় টেস্ট খেলা হবে মেলবোর্নে৷ সিরাজ অনুশীলন ম্যাচে নিজের বোলিংয়ের জাদু দেখিয়েছিলেন৷

  কামিন্সের বাউন্সারে শামি চোট পান প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন৷ তাঁর ডান হাতে লেগেছিল চোট৷ এরপরেই তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান৷ এএনআইয়ের খবর অনুযায়ি যন্ত্রণায় কাতর শামি ব্যাট অবধি ধরতে পারছিলেন না৷ তাঁর চোটগ্রস্ত হওয়ার পরেই ২১.২ ওভারে মাত্র ৩৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস৷

  টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা ভারতের সর্বনিম্ন স্কোর৷ শামিকে ম্যাচ শেষের পর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷

  শামি চোট পাওয়ার পর ভারতীয় দলে -র মেডিক্যাল স্টাফ তাঁকে দেখতে মাঠে দৌড়ন৷ কিন্তু সমস্ত চেষ্টাই বেকার হয়. তাঁকে ড্রেসিংরুমে ফেরত নিয়ে যেতে বাধ্য হয় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক৷ এরপরেই ২১.২ ওভারে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস ৷ ভারতীয় ক্রিকেট দলের ফিজিও থেরাপিস্ট মহম্মদ শামিকে ব্যাথা কমানোর জন্য স্প্রে করা হয়৷ তাতেও তিনি কোনওভাবেই সহজ হতে পারছিলেন না৷ তারপর তিনি আর ব্যাট করবেন না সিদ্ধান্ত নেন৷

  চারটি টেস্ট ম্যাচের সিরিজে ভারতীয় দল এই মুহূর্তে ০-১ পিছিয়ে আছে৷ দুটি দলের বিরুদ্ধে দ্বিতীয় খেলা ২৬ ডিসেম্বর ৷ মেলবোর্নে খেলা হবে বক্সিং ডে টেস্ট৷

  Published by:Debalina Datta
  First published: