একই দলের হয়ে খেলে এই কাকা-ভাইপোর জুটি, চেনেন কি এদের

Last Updated:
#সাউদাম্পটন: বিশ্বকাপ দেখেছে একই দলে যমজ ভাইদের। কিন্ত তাই বলে কাকা-ভাইপো!!! ভিরমি খাবেন না। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে প্রথমবার খেলছে আফগানিস্তান। আর সেই দলেই কাকা-ভাইপোর জুটি। কাকা নূর আলি জারদান আর তাঁর ভাইপো মুজিব উর রহমন জারদান।
যেন জুটিতে লুটি। জুটি আফগান কাকা-ভাইপোর। কাকা নূর আলি জারদান। আর ভাইপো আফগান টিন সেনশেসন মুজিু উর রহমান। কাকা-ভাইপোর জুটি এরমধ্যেই চারটে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। যার শেষটা ছিল মঙ্গলবার, ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে।
মাত্র তিন বছর বয়েসে বাবাকে হারান মুজিব। তারপর চলে আসেন জারদান পরিবারের আদিবাড়িতে। আফগানিস্তানের ছোট্ট শহর খোস্তে। ক্রিকেটের প্রথম হাতেখড়ি কাকাকে বল করতে করতে। দুহাজার নয় সালে প্রথম একদিনের ম্যাচ খেলে আফগানিস্তান। সেই দলের সদস্য ছিলেন নূর। তারপর থেকে এখনও পর্যন্ত জাতীয় দলের নিয়মিত সদস্য নূর।
advertisement
advertisement
দেড় বছর হয়েছে জাতীয় দলে অভিষেকের। তবে এরমধ্যেই নজর কেড়েছেন তরুণ সেনশেসন মুজিব। পাল্লা দিচ্ছেন সতীর্থ রশিদ খানের সঙ্গে। জাতীয় দলে খেলছেন দাপিয়ে। এরমধ্যেই খেলা হয়ে গিয়েছে আইপিএল, বিগ ব্যাশে। মুজিবের বোলিংয়ে মজে প্রাক্তনীরাও।
বিশ্বকাপে এখনও জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। তবে বিলেতে হিট কাকা-ভাইপোর জুটি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
একই দলের হয়ে খেলে এই কাকা-ভাইপোর জুটি, চেনেন কি এদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement