হুইল চেয়ারে বসে থাকা ব্যক্তির থেকে ATM থেকে টাকা লুঠ, ভিডিও দেখে রেগে আগুন তারকা ক্রিকেটার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মুহূর্তেই ভাইরাল এই এটিএমে লুঠের ভিডিও
#সিডনি: সিডনিতে একটি ব্যাঙ্কের এটিএম থেকে এক শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিকে লুঠের অভিযোগ ৷ সিসিটিভি ফুটেজ দেখে শিউড়ে উঠতে হচ্ছে ৷ সেরিব্রাল পলসিতে আক্রান্ত ওই ব্যক্তি এটিএম থেকে টাকা তুলছিলেন ৷ তখনই ঘটে ওই লুঠের ঘটনা ৷ এই ডাকাতির ভিডিও পরে সংবাদমাধ্যমে দেখানো হয় ৷
৪২ বছরের সেরিব্রাল পলসিতে আক্রান্ত ওই ব্যক্তি টাকা তুলতে একটি এটিএমে আসেন ৷ সেখানে একজন মাটিতে বসেছিল এবং অপরজন ঠিক দরজা ঘেঁষে দাঁড়িয়ে ছিল ৷ ভদ্রলোকের নাম জুলিয়ান স্টুয়ার্ট ৷ তিনি যখন টাকা তুলতে ঢোকেন তখন দেখেন ওই দু’জন এটিএমের কাছাকাছি দাঁড়িয়ে আছে ৷ তিনি ওই ব্যক্তিদের জিজ্ঞাসাও করেন যে তাঁরা টাকা তুলবে কিনা ৷ তারা জানিয়ে দেয় যে তুুলবে না ৷
advertisement
এরপর স্টুয়ার্ট ঠিক টাকা বার করে যখন মেশিন থেকে বেরোতে যাবেন তখন ওই দুই ব্যক্তির একজন তাঁর হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়৷ স্টুয়ার্ট জানিয়েছেন, শারীরিক ভাবে অক্ষম একজন পেনশনার ৷ তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন যেভাবে তাঁকে হেনস্তা করে তাঁর থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে ৷
advertisement
DESPICABLE: A wheelchair-bound man suffering cerebral palsy has been robbed by two men moments after he withdrew cash from an ATM in Sydney. #9News
Police are hunting for the culprits: https://t.co/5HImWrb73o pic.twitter.com/2YoXBY0kLo — Nine News Melbourne (@9NewsMelb) May 26, 2020
advertisement
স্টুয়ার্ট নামের ওই ব্যক্তি জানিয়েছেন, ‘হঠাৎ করেই তাঁরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আর আমার থেকে টাকা ছিনিয়ে নেয় ৷ কারোর থেকেই এটা কাম্য নয় ৷ ’
‘আমি সেরিব্রাল পলসি নিয়েই জন্মেছি , আমার একটা দারুণ জীবন কাটিয়েছি, আমি সবসময়েই কাউকে পেয়েছি যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ দুর্ভাগ্যক্রমে খারাপ লোকেদের পেলাম৷ ’
advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা গ্লেন ম্যাক্সওয়েল এই ঘটনায় রেগে আগুন ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ডাকাতির ছবি তুলে ধরে গ্লেন ম্যাক্সওয়েল দাবি করেছেন যত দ্রুত সম্ভব এই অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2020 3:58 PM IST