বাড়ির ছাদের মাথায় ৩ কিলোমিটার লম্বা পঙ্গপালের দল, বীরুর পোস্ট করা ভিডিও ভাইরাল

Last Updated:

নজফগড়ের নবাব ভিডিও পোস্ট করলেন বাড়িতে পঙ্গপাল হানার

#নয়াদিল্লি: পঙ্গপালের হানায় জেরবার গোটা দেশ৷ করোনা সংক্রমণের সঙ্গে যেখানে গোটা দেশ লড়ছে সেখানেই বিভিন্ন রাজ্যে দলে দলে পঙ্গপালের হানা নিয়ে চিন্তিত প্রশাসন ৷ কারণ এই পঙ্গপালরা রাক্ষসের গতিতে যেভাবে ক্ষেতের ফসল শেষ করে দেয় তা অত্যন্ত ভয়ের ৷ এবার প্রাক্তন তারকা ক্রিকেটার নিজের বাড়িতেই পঙ্গপাল হানার ভিডিও শেয়ার করলেন৷ মুহূর্তেই তা ভাইরাল ৷ নিজের বাড়ির বারন্দা থেকে সেই পঙ্গপাল হানার ভিডিও পোস্ট করেছেন নজফগড়ের নবাব সেখানে দেখা যাচ্ছে পুরো আকাশ ঢেকেছে এই রাক্ষুসে পতঙ্গে ৷
শুক্রবারই পঙ্গপালের দল হানা দিয়েছিল উত্তরপ্রদেশে ৷ আর শনিবার গুরুগ্রাম এলাকায় দৌরাত্ম্য দেখাল এই পতঙ্গের দল ৷ বীরু যে ভিডিও পোস্ট করেছেন তা কৃষকদের আতঙ্ক বৃদ্ধির জন্য যথেষ্ট ৷ শনিবার নিজের বাড়ির মাথায় পঙ্গপালের দলের ভিডিও শেয়ার করে আসল ছবিটা তুলে ধরেছেন সেওয়াগ ৷
তিন কিলোমিটার বিস্তৃত এই পঙ্গপালের দল গুরুগ্রাম থেকে এনসিআরের দিকে চলে যায় ৷ বিভিন্ন এলাকায় প্রশাসনের লোকরা সাইরেন -হর্ন বাজিয়ে পঙ্গপালের দলকে তাড়ানোর কাজ করছিল ৷ দেখে নিন বীরেন্দ্র সেওয়াগের পোস্ট করা ভিডিও৷
advertisement
advertisement
View this post on Instagram

Locusts attack , right above the house #hamla

A post shared by Virender Sehwag (@virendersehwag) on

advertisement
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই দিল্লি দক্ষিণ ও পশ্চিমের আধিকারিকদের এই পঙ্গপাল হামলার থেকে সতর্ক করেছেন ৷ জারি হয়েছে হাই অ্যালার্ট ৷ রাই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এমারজেন্সি বৈঠকের পর আধিকারিক  স্তরে সতর্কতা জারি করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাড়ির ছাদের মাথায় ৩ কিলোমিটার লম্বা পঙ্গপালের দল, বীরুর পোস্ট করা ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement