বাড়ির ছাদের মাথায় ৩ কিলোমিটার লম্বা পঙ্গপালের দল, বীরুর পোস্ট করা ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নজফগড়ের নবাব ভিডিও পোস্ট করলেন বাড়িতে পঙ্গপাল হানার
#নয়াদিল্লি: পঙ্গপালের হানায় জেরবার গোটা দেশ৷ করোনা সংক্রমণের সঙ্গে যেখানে গোটা দেশ লড়ছে সেখানেই বিভিন্ন রাজ্যে দলে দলে পঙ্গপালের হানা নিয়ে চিন্তিত প্রশাসন ৷ কারণ এই পঙ্গপালরা রাক্ষসের গতিতে যেভাবে ক্ষেতের ফসল শেষ করে দেয় তা অত্যন্ত ভয়ের ৷ এবার প্রাক্তন তারকা ক্রিকেটার নিজের বাড়িতেই পঙ্গপাল হানার ভিডিও শেয়ার করলেন৷ মুহূর্তেই তা ভাইরাল ৷ নিজের বাড়ির বারন্দা থেকে সেই পঙ্গপাল হানার ভিডিও পোস্ট করেছেন নজফগড়ের নবাব সেখানে দেখা যাচ্ছে পুরো আকাশ ঢেকেছে এই রাক্ষুসে পতঙ্গে ৷
শুক্রবারই পঙ্গপালের দল হানা দিয়েছিল উত্তরপ্রদেশে ৷ আর শনিবার গুরুগ্রাম এলাকায় দৌরাত্ম্য দেখাল এই পতঙ্গের দল ৷ বীরু যে ভিডিও পোস্ট করেছেন তা কৃষকদের আতঙ্ক বৃদ্ধির জন্য যথেষ্ট ৷ শনিবার নিজের বাড়ির মাথায় পঙ্গপালের দলের ভিডিও শেয়ার করে আসল ছবিটা তুলে ধরেছেন সেওয়াগ ৷
তিন কিলোমিটার বিস্তৃত এই পঙ্গপালের দল গুরুগ্রাম থেকে এনসিআরের দিকে চলে যায় ৷ বিভিন্ন এলাকায় প্রশাসনের লোকরা সাইরেন -হর্ন বাজিয়ে পঙ্গপালের দলকে তাড়ানোর কাজ করছিল ৷ দেখে নিন বীরেন্দ্র সেওয়াগের পোস্ট করা ভিডিও৷
advertisement
advertisement
advertisement
Locust Attack pic.twitter.com/qDt4iJIwIq
— Virender Sehwag (@virendersehwag) June 27, 2020
দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই দিল্লি দক্ষিণ ও পশ্চিমের আধিকারিকদের এই পঙ্গপাল হামলার থেকে সতর্ক করেছেন ৷ জারি হয়েছে হাই অ্যালার্ট ৷ রাই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এমারজেন্সি বৈঠকের পর আধিকারিক স্তরে সতর্কতা জারি করা হয়েছে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2020 10:03 AM IST