কয়েকদিন আগেই করোনার বিরুদ্ধে দিয়েছিলেন আর্থিক অনুদান, আর আজ চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার

Last Updated:

লড়াই চলছিল কিন্তু লড়াকু মনও পারল না ,থেমে গেল

#কলকাতা: করোনা ভাইরাসের সংক্রমণে গোটা পৃথিবী তটস্থ ৷ লড়াইতে যে যার মতো সাহায্য করছে ৷ লকডাউনে দিন আনি দিন খাওয়া মানুষগুলির পাশে দাঁড়াতে সাহায্য করেছেন বহু মানুষ ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছেন৷ দান করেছে বিসিসিআই, দান করেছে সিএবি৷ সিএবি থেকে সকলের কাছেই আবেদন করা হয়েছিল করোনার লড়াইয়ে অর্থনৈতিক ভাবে পিছনের সারিতে থাকা মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার ৷
আর এই ডাকে সাড়া দিয়েই প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে বারসত মাঠের কিউরেটর গৌতম সুর দিয়েছিলেন ৫০ হাজার টাকা ৷ কিন্তু মার্চের শেষ সপ্তাহে যিনি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই মানুষই রবিবার চলে গেলেন ৷ ময়দান থেকে অকালে ঝরে গেল একটি প্রাণ ৷
advertisement
advertisement
৯ এপ্রিল তাঁর অসুস্থ হওয়ার খবর জানিয়েছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ৷ কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে এসএসকেএমে-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি ৷ কিন্তু লড়াই থামল ৷
তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া ক্রিকেট মহলে ৷ এদিকে করোনা ভাইরাসের সংক্রমণে খুবই উদ্বেগে ছিলেন গৌতম সুর ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ পোস্টও সেই উদ্বেগই প্রকাশ করেছিল ৷ কিন্তু আর তিনি এই অতিমারীর বিরুদ্ধে পৃথিবী যুদ্ধের সহযোদ্ধা হতে পারলেন না তিনি ৷ চলে গেলেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কয়েকদিন আগেই করোনার বিরুদ্ধে দিয়েছিলেন আর্থিক অনুদান, আর আজ চলে গেলেন প্রাক্তন ক্রিকেটার
Next Article
advertisement
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন? জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
২০২৭ সালে জনগণনা! সমীক্ষা শুরু '২৬ থেকেই! মোবাইল অ্যাপ দিয়ে কী ভাবে করবেন?
  • ২০২৭ সালের জনগণনা দুই দফায় হবে, মোবাইল অ্যাপ ও স্ব-অন্তর্ভুক্তিকরণ পদ্ধতিতে পরিচালিত হবে.

  • প্রথম ধাপ হাউস লিস্টিং ও হাউসিং সেনসাস, এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন হবে.

  • দ্বিতীয় ধাপ পপুলেশন এনুমারেশন, ফেব্রুয়ারি ২০২৭-এ অনুষ্ঠিত হবে, জাতি ভিত্তিক গণনাও অন্তর্ভুক্ত থাকবে.

VIEW MORE
advertisement
advertisement