#দুবাই : বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সের পর আইসিসি র্যাঙ্কিংয়ে উঠে এল ইংল্যান্ড ৷ বিশ্ব চ্যাম্পিয়ন দল ১২৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা ৷ তালিকার দু' নম্বরে ১২২ পয়েন্ট নিয়ে রয়েছে ভারত ৷ ভারতকে স্থানচ্যূত করে এক নম্বর জায়গা পেয়ে গেল তারা ৷ সেমিফাইনাল ও ফাইনালে পারফরম্যান্সের জেরে বেশ খানিকটা অদলবদল হয়েছে এই তালিকায় ৷
কেন উইলিয়ামসন ম্যান অফ দ্য সিরিজ হওয়ার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন ৷ সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সের পর ৭৯৯ পয়েন্ট রয়েছে তার ৷ সেদিন ৬৭ রান করেছিলেন কেন উইলিয়ামসন ৷ রস টেলর পঞ্চম স্থানে রয়েছেন ৮৪১ পয়েন্ট নিয়ে ৷
ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ৬৯৪ পয়েন্ট নিয়ে কেরিয়ার বেস্ট অবস্থান পেলেন ৷ পাঁচ ধাপ উঠে ২০ -র মধ্যে ঢুকে গেলেন তিনি ৷ ২ বছর বাদে ১৮ হলেন তিনি ৷ জেসন রায় ৬৫ বলে ৮৫ করে প্রথম দশের মধ্যে ঢুকলেন প্রথমবারের জন্য ৷
ব্যাটিংয়ে আরও ভালো করার জন্য বেশ খানিকটা এগোলেন রবীন্দ্র জাডেজা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে যিনি ৭৭ রান করেছিলেন৷ যার জেরে এক ধাক্কায় ২৪ টি ধাপ উঠে গেলেন ১০৮ এ ৷ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও উইকেটরক্ষক দুটি ধাপ করে এগিয়ে ২৯ ও ৩২ এ গিয়েছেন ৷
বোলারদের তালিকায় সেমিফাইনালে ক্রিস ওকস ২০ রানে ৩ উইকেট নিয়ে ও ফাইনালে ৩৭ রানে ৫ উইকেট দিয়ে কেরিয়ার বেস্ট ৬৭৬ পয়েন্ট পেয়েছে ৷ ২০১৭ সালে এপ্রিলের ষষ্ঠ স্থানে ছিলেন ৷ এখন তিনি সপ্তম স্থানে এলেন ৷
জোফ্রা আর্চারের এগিয়ে যাওয়া চলছে অপ্রতিরোধ্য গতিতে ৷ কেরিয়ারের প্রথমবার ৩০ - এলেন তিনি ৷ বিশ্বকাপে ২০ টি উইকেট নিয়েছেন এই তরুণ ৷ নিউজিল্যান্ড বোলার সেরা দশে রয়েছেন ম্যাট হেনরি ৷
বাংলাদেশের সাকিব আল হাসান অলরাউন্ডার তালিকার এক নম্বর জায়গা জাঁকিয়ে ধরে রেখেছে৷ দ্বিতীয় স্থানে রয়েছেন বেন স্টোকস ৷
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England, ICC Ranking, India