মোতেরার মঞ্চে ‘সচিন’-‘বিরাট’-র নাম উঠে এল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
উচ্ছ্বসিত জনতা
#আহমেদাবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মন পাওয়ার জন্য হোমওয়ার্কটা নিঃসন্দেহে ভালোই সেরে নিয়েছেন ৷ পুর্নগঠিত মোতেরা এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ৷ তাই সেই মঞ্চে দাঁড়িয়ে ক্রিকেটের কথা উঠে এল ডোনাল্ড ট্রাম্পের গলায় ৷
এক লক্ষ দর্শকাসনবিশিষ্ট মোতেরা স্টেডিয়ামের উচ্ছ্বসিত প্রশংসার পাশাপাশি ট্রাম্প বলেন , ‘এটা সেই দেশ যেখানে বিশ্বের সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলির জন্য চিয়ার করে গোটা দেশ ৷ ’ ট্রাম্পের মুখ থেকে সচিন বিরাটের নাম শোনামাত্রই গোটা স্টেডিয়ামে উল্লাসে মেতে ওঠে ৷ গোটা স্টেডিয়ামে হাজির ১ লক্ষ ১০ হাজার দর্শক একসঙ্গে নিজেদের পছন্দের হিরোর নাম ট্রাম্পের মুখে শুনে চিৎকার করে ওঠেন আনন্দে ৷ শুধু তাই নয় ডোনাল্ড ট্রাম্পের মুখে এই নাম শুনে হাসিতে ভরে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও মুখ ৷
advertisement
আরও পড়ুন - #Viral: গিন্নি ভাঙলেন লক্ষ্মীর ভাঁড়, বেরোল তাড়া তাড়া ২০০০ ও ৫০০ টাকার নোট, মুহূর্তে ভাইরাল Tiktok ভিডিও
advertisement
হাউস্টনে যেভাবে নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে হাউডি মোদি আয়োজন হয়েছিল এখানে নরেন্দ্র মোদি তাই সেই ঢঙেই ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজন করেছেন নমস্তে ট্রাম্প ৷
এদিনের অনুষ্ঠানে মোদি ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
advertisement
দুদিনের ভারত সফরে স্ত্রী মেলানিয়া ও কন্যা ইভাঙ্কাকে নিয়ে সোমবারই ট্রাম্প ভারতে পৌঁছেছেন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2020 3:19 PM IST