শ্রীসন্থের মারাত্মক অভিযোগ, উত্তরে যা জানালেন দীনেশ কার্তিক
Last Updated:
আইপিএলের কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর সব ধরণের ক্রিকেট থেকে শ্রীসন্থকে নির্বাসিত করেছিল ভারতীয় বোর্ড
#মুম্বই : শ্রীসন্থের বিস্ফোরক , অভিযোগ তার উত্তরে মুখ খুললেন ভারতীয় দলের কিপার -ব্যাটসম্যান দীনেশ কার্তিক ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিতর্কিত স্পিডস্টার শ্রীসান্থ অভিযোগ করেছিলেন , তিনি যে দল থেকে বাদ পরেছিলেন তার জন্য দায়ি দীনেশ কার্তিক ৷ ’
আইপিএলের কুখ্যাত স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর সব ধরণের ক্রিকেট থেকে শ্রীসন্থকে নির্বাসিত করেছিল ভারতীয় বোর্ড ৷ এহেন শ্রীসন্থের অভিযোগের পর মুখ খুলেছেন দীনেশ কার্তিক ৷ তিনি পুরো বিষয়টি হাস্যকর জায়গায় নিয়ে গেছেন ৷
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমি শুনেছি ও কি বলেছে, আমি কারণ ওর ভারতীয় দল থেকে বেরিয়ে যাওয়ার জন্য, এটাতে কোনও উত্তর দেওয়া অর্থহীণ৷ ’
advertisement
advertisement
আরও পড়ুন - #Viral: মাথার চুলে পাক ধরেছে, চেহারায় বলিরেখা, বলিউডি গানে বৃদ্ধার নাচের ভিডিওর জনপ্রিয়তা তুঙ্গে
দীনেশ কার্তিক নাকি নিজে গিয়ে সে সময়ের বিসিসিআই প্রেসিডেন্ট শ্রীনিবাসনকে শ্রীসন্থের নামে অভি়যোগ করেছিলেন ৷ এর জন্যেই ২০১৩-র চ্যাম্পিয়ন্স ট্রফি দলে তাঁকে নেওয়া হয়নি ৷
শ্রীসন্থকে বোর্ড আজীবন নির্বাসন দিলেও সুপ্রিম কোর্ট তা কমিয়ে ৭ বছর করেছে ৷ যা ২০২০ সালে শেষ হচ্ছে ৷
advertisement
আরও দেখুন
Location :
First Published :
October 24, 2019 2:23 PM IST