রবিবারের সকালে হঠাৎই চমক। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বাংলার ষোলো বছরের মেয়ে। অস্ট্রেলিয়া যাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ। বাংলার অনূর্ধ্ব উনিশ দলে নিয়মিত। এবার ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।
চ্যালেঞ্জার ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে নজর কেড়েছিলেন ডান হাতি ব্যাটসম্যান। লো-স্কোরিং ম্যাচে রিচার আক্রমণাত্মক ব্যাটিংয়ে মজে ছিলেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় সুযোগ পাবেন কি না, জানেন না। তবে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান।এখনও যেন ঘোর কাটছে শিলিগুড়ির ঘোষ পরিবারের।রিচার সুযোগ পাওয়ায় খুশি বাংলার ক্রিকেট মহলও। যে সুযোগ পেয়েছেন তাতে নিজের সেরাটা দেওয়ার জন্য বদ্ধপরিকর রিচা ৷
আরও পড়ুন - মুখোমুখি রিল এবং রিয়াল, ঝুলনের লুকে কেমন লাগছে অনুষ্কাকে? দেখে নিন অ্যালবাম
একুশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু টুর্নামেন্ট। পনেরো সদস্যের দলে অধিনায়ক হরমনরপ্রীত। ষোলো বছরের রিচা ঘোষ ও পনেরো বছরের শেফালি ভার্মা। এই দুজনকে এবারের বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
একনজরে দেখে নিন হরমনপ্রীতের নেতৃত্বে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল কেমন হল ৷
অস্ট্রেলিয়ার মাটিতে এই টুর্নামেন্টে তারুণ্যে ভরা দল নিয়ে পাড়ি জমাচ্ছেন হরমনপ্রীত ৷ এখন সকলের নজরে সেই টুর্নামেন্টে ৷ আরও দেখুনSquad Announcement@ImHarmanpreet will lead India's charge at @T20WorldCup #T20WorldCup #TeamIndia pic.twitter.com/QkpyypyJKc
— BCCI Women (@BCCIWomen) January 12, 2020