ইডেনে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক, ব্যাট হাতে নয়, ক্যামেরা নিয়ে স্টিভ ওয়া, দেখুন ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই ভিডিও দারুণ নান্দনিক
#কলকাতা: ইডেনে স্টিভ ওয়া। ব্যাট হাতে নয়। ক্যামেরা নিয়ে। বিশ্বজয়ী অধিনায়কের ইডেন প্রেমে মজল বিসিসিআইও ৷ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্টিভের ইডেনে কাটানো মুহূর্তগুলির কোলাজ তুলে ধরল ভারতীয় বোর্ড ৷ বারবারই ব্যারাকপুরের উদয়েনর টানে কলকাতায় আসেন স্টিভ ওয়া ৷ এবারেও এসেছিলেন ৷ রবিবারা সেখানে একটা অন্যরকমের দিন কাটিয়েছিলেন তিনি ৷ আর সোমবার একেবারে যেন অজি অধিনায়কের মতো ঝকঝকে দৃপ্ততা নিয়ে মাঠে নামলেন তিনি ৷
অগাস্টেই প্রকাশিত হচ্ছে, তাঁর লেখা স্পিরিট অফ ক্রিকেট। তার জন্য সৌরভের শহরে ঘুরে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। ইডেনে ফটোজার্নালিস্টরা যখন তাঁর ছবি তোলায় ব্যস্ত ঠিক তখনই ক্যামেরার লেন্সের পিছনে নিজের চোখ দিয়ে মুহূর্ত বন্দি করার খেলায় মাতলেন ৷
দেখে নিন সেই ভিডিও
advertisement
The Eden Gardens had a special guest today as Bengal took on Delhi in @paytm #RanjiTrophy.
Follow the #BENvDEL gamehttps://t.co/jG0c4tGCce#SteveWaugh pic.twitter.com/HVWYwQVflJ — BCCI Domestic (@BCCIdomestic) January 27, 2020
advertisement
কলকাতা তাঁর কাছে কখনও সুখের। কখনও দুঃখের। এই ইডেনে তাঁর ঝুলিতে প্রথম বিশ্বকাপ। আবার এই ইডেনেই থেমেছিল তাঁর অস্ট্রেলিয়ার অশ্বমেধ। বলা ভাল থামিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তেমন অনেক কথাই থাকবে লেখক স্টিভ ও’র বই স্পিরিট অফ ক্রিকেটে। থাকবে কী ভাবে তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তৈরি করে ভারত।
দিল্লিতে আইপিএল বৈঠক। যোগ দিয়েছেন বন্ধু সৌরভ। সোমবার সকালে ময়দান স্টিভময়। রবিবার নিজের উদয়নে সময় কাটিয়েছেন। এদিন চষে ফেললেন পুলিশ থেকে জিমখানা মাঠ। আধঘণ্টায় তাঁর ক্যামেরায় বন্দি হল অনেক ছবি। তেত্রিশ বছর আগের কথা। ইডেনে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়া। সেই স্মৃতি নিয়েই কলকাতা ছাড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2020 9:32 PM IST