সিকি-আধুলিদের বাড়বাড়ন্ত, ইডেনে ওপেনিং ইনিংসে ডাহা ফেল মহারাজ
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:PARADIP GHOSH
Last Updated:
স্যার সোবার্স মজেছিলেন। সার্টিফিকেট দিয়েছিলেন বীরু। তারপরেও কর্তাদের মনমর্জিয়ায় প্লেইং ইলেভেন থেকে বাদ।
পারাদীপ ঘোষ, কলকাতা: ইডেন মানে প্রথম ঘণ্টায় গঙ্গার হাওয়ায় এলোমেলো সুইং। ইডেন মানে ভিভিএস কিংবা দ্রাবিড়ের লড়াকু ইনিংস। ইডেন মানে 'নো কপিল, নো পোস্টার' এ ছেয়ে যাওয়া। মার্শালের প্রথম বলে গাভাসকরের ফিরে যাওয়া। ইডেন মানে সৌরভের জন্য শাহরুখের দলের বিরুদ্ধে গ্যালারি দু'ভাগ হয়ে যাওয়া। ইডেন মানে বাঙালির ২২ গজের নস্টালজিয়া! ইডেন মানে আরও কিছু! ইডেন মানে বিজলী গ্রিলের মুখে লেগে থাকা ফিশ ফ্রাই বা ফিশ মুনিয়া।
সময়ের সঙ্গে সঙ্গে ইডেন বদলেছে। কংক্রিটের গ্যালারিতে বাকেট চেয়ারের আমদানি ঘটেছে। দর্শক স্বাচ্ছন্দ বজায় রাখতে ইডেন বদলেছে বারে বারে। এবার যেমন ঘরের মাঠে কেকেআরের কামব্যাকে নিঃশব্দে ঘটে গিয়েছে আরও এক বদল। কোনও কারণ ছাড়াই এবার খাবার পরিবেশকের তালিকা থেকে বাদ পড়েছে ইডেনের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া বিজলী গ্রিল। কলকাতার পুরনো এই ক্যাটারার এবার বিরাট, রাসেলদের ম্যাচে খাবার পরিবেশনের বরাত আর পায়নি। আইপিএলে কেকেআর বনাম আরসিবি ম্যাচে ইডেনে খাবার পরিবেশনের দায়িত্ব পেয়েছিল মুন্না মহারাজ। প্রথম ম্যাচেই সুপার ফ্লপ ইডেনের বড় কর্তাদের এই অমূলক পরীক্ষা নিরীক্ষা। বলা যায়, ভিভিআইপি থেকে ক্লাব হাউজে দীর্ঘদিন খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমী ক্ষিপ্ত, অতৃপ্ত মহারাজে।
advertisement
advertisement
কোথায় সেই বিজলী গ্রিলের মুচমুচে ভেটকি ঠাসা ফিশ ফ্রাই! কোথায় বা মুখে লেগে থাকা ফিশ মুনিয়া, মাটন কষা, প্রণ কাটলেট! শুরুর ইনিংসেই প্রথম বলে মিডল স্ট্যাম্প উড়ে মিড উইকেটে গড়াগড়ি খাচ্ছে ঢাক ঢোল পিটিয়ে ডেকে আনা ক্যাটারিং সংস্থার। বিকট গন্ধে ফিশ ফ্রাই মুখে তোলা ভার। চিকেন আইটেমে তেল মশলার বেঢপ ঝাঁঝ। পনির বা আলুরদমের মতো নিরামিষ পদেও রান কুড়োতে ব্যর্থ মহারাজ।
advertisement

কিন্তু ইডেনের সঙ্গে একাত্ম হয়ে থাকা এতদিনের পুরনো সংস্থা বিজলী গ্রিলকে ছেড়ে নতুন সংস্থাকে আইপিএলের মতো মেগা ইভেন্টে বরাত কেন? ইডেনের বড়কর্তারা ঝুলে পড়া পানশে হাসিতে বিতর্ক এড়ানোর খেলা খেলছেন! কিন্তু ইনিংস ওপেনিংয়ে মুন্না যে ডাহা ফেল, সেটা স্বীকার করে নিচ্ছেন সকলেই! চার দশক ধরে ইডেনের ক্লাবহাউজে খেলা দেখতে আসা এক ক্রিকেটপ্রেমী বলছিলেন, ‘‘স্যার গ্যারি সোবার্স থেকে সুনীল গাভাসকর কিংবা বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়! বিজলী গ্রিলের একসে এক আইটেম খেয়ে তারিফ করেন নি, এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর! বীরেন্দ্র সেহওয়াগ তো সাদা কাগজে দরাজ হাতে প্রশংসা করে সই করে গিয়েছিলেন বিজলী গ্রিলের!"
advertisement
তাহলে? কোন মন্ত্রে প্লেইং ইলেভেনে বিজলীর বদলে মুন্না? বটতলায় কান পাতলে শোনা যাচ্ছে সচিব ঘনিষ্ঠ বেলেঘাটা-ফুলবাগানের এক সিকি, আধুলি এই বদলাবদলি খেলার নাটের গুরু। যিনি আবার সিএবিতে পদ কামড়ে পড়ে থাকতে চোখে ধুলো দিয়ে নাম বদলে এবার সিএবি-তে এসেছেন! তার গল্প, কাহিনী নাহয় অন্য একদিন শোনাবো কিন্তু ব্যক্তি স্বার্থে এমন বদল? ইডেনের ঐতিহ্যের সঙ্গে যায় কি?
advertisement
এক মহারাজের জমানায় ইডেন কুড়িয়ে ছিল বাহবা! আর এখনকার কর্তাদের অজ্ঞতা আর ব্যক্তিস্বার্থরক্ষার খেলায় আরেক মহারাজের আগমনে ডুবছে ইডেন! কথায় বলে, ভূত তাড়াতে ওঝার ডাক পড়ে! সিএবিতেও এক ওঝা সাহেব আছেন! কিন্তু ওঝার ঘরেই যদি ভূতের বাসা হয়! তাহলে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 1:17 PM IST