ভিন রাজ্যের হয়েও তিনি ছিলেন বাংলারই! সেই দিলীপ দোশীকে 'অনন্য' সম্মান সিএবির
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
Dilip Doshi- প্রয়াত তারকা ক্রিকেটার দিলীপ দোশীকে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছে সিএবি। ইডেনের হোম টিমের ড্রেসিংরুম নামকরণ হচ্ছে দিলীপ দোশীর নামে। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর নামে যেমন গ্যালারিতে স্ট্যান্ড রয়েছে, এবার এই প্রথম ড্রেসিংরুমের নামকরণ করা হচ্ছে আরেক তারকা ক্রিকেটারের নামে।
কলকাতা : প্রয়াত তারকা ক্রিকেটার দিলীপ দোশীকে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছে সিএবি। ইডেনের হোম টিমের ড্রেসিংরুম নামকরণ হচ্ছে দিলীপ দোশীর নামে।
সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামীর নামে যেমন গ্যালারিতে স্ট্যান্ড রয়েছে, এবার এই প্রথম ড্রেসিংরুমের নামকরণ করা হচ্ছে আরেক তারকা ক্রিকেটারের নামে। ইতিমধ্যেই সেনার কাছ থেকে মৌখিক অনুমতি এসেছে। দ্রুত বিষয়টি কার্যকর করা হবে বলে সিএবি-র তরফ থেকে জানানো হয়েছে।
অনেকেই জানেন, সৌরাষ্ট্রের ক্রিকেটার হলেও ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ সময়তেই বাংলার হয়ে খেলেছেন দিলীপ দোশী। বাংলা থেকেই খেলে ভারতীয় দলে সুযোগ পান তিনি। বাংলাকে নেতৃত্ব দিয়েছেন একটা সময়। ১৯৭৮-৭৯ ও ১৯৮১-৮৫ মরশুমে ঘরোয়া ক্রিকেটে বাংলা দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- দিনের পর দিন বেঞ্চ গরম করছেন! ভারতের তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ! অথচ তিনি ম্যাচ উইনার
বাংলার হয়ে অসমের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। ৩২ বছর বয়সে টেস্ট ক্রিকেটে খেলার নজির রয়েছে তাঁর নামের পাশে। গত ২৪ শে জুন ৭৭ বছর বয়সে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই বাঁ হাতি স্পিনার। আর এবার ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভা দিলীপ দোশীকে সম্মান জানাতে উদ্য়োগ নিল সিএবি।
advertisement
১৯৮১ সালে ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেবার সিরিজের প্রথম টেস্টে হারে ভারত। দ্বিতীয় ম্যাচ ড্র হওয়ার পর তৃতীয় ম্যাচ হয় মেলবোর্নে। প্রথম ইনিংসে ১৮২ রানে পিছিয়ে থেকেও ভারত ম্যাচ জিতে নেয়। সেই ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার দিলীপ দোশি। প্রথম ইনিংসে তিনি তিনটি এবং দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্স তিনি করেছিলেন ভাঙা পা নিয়েই। ১৯৪৭ সালে জন্মানো এই ক্রিকেটারের ওয়ানডে কেরিয়ারও উল্লেখযোগ্য। ১৫টি ওয়ানডে ম্যাচে তিনি ৩.৯৬ ইকোনমি রেটে ২২টি উইকেট নিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 24, 2025 8:50 PM IST