দিনের পর দিন বেঞ্চ গরম করছেন! ভারতের তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ! ম্যাচ উইনার হয়েও 'শাস্তি'

Last Updated:

কুলদীপ যাদব দীর্ঘদিন ধরেই দলের বাইরে। তিনি কার্যকরী বোলার হওয়া সত্ত্বেও ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না।একাধিকবার ম্যাচ জেতানো পারফরম্যান্স দিয়েছেন তিনি। বাঁ-হাতি চাইনাম্যান বোলার এমনিতেই বিশ্বে বিরল।

News18
News18
লন্ডন : ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টেস্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। করুণ নায়ার ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন। এদিকে, এমন এক স্পিনারের কথা উঠে আসছে, যাঁর টেস্ট কেরিয়ার প্রায় শেষের দিকে। তাঁরও কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে বেঞ্চে বসেই।
কুলদীপ যাদব দীর্ঘদিন ধরেই দলের বাইরে। তিনি কার্যকরী বোলার হওয়া সত্ত্বেও ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না।একাধিকবার ম্যাচ জেতানো পারফরম্যান্স দিয়েছেন তিনি। বাঁ-হাতি চাইনাম্যান বোলার এমনিতেই বিশ্বে বিরল।
যখন ধারাবাহিকভাবে ফ্লপ হওয়া ব্যাটার ও বোলাররা একের পর এক সুযোগ পেতে পারেন, তখন একজন পারফরমারকে কেন উপেক্ষা করা হচ্ছে? এই নিয়ে প্রশ্ন উঠছে। এখন কি তা হলে পারফরম্যান্স নয়, রাজনীতির নিরিখেই ভারতীয় দলে ক্রিকেটারদের নেওয়া হচ্ছে? নাকি সত্যিই দলের পরিকল্পনায় কুলদীপ আর ফিট হচ্ছেন না?
advertisement
advertisement
করুণ নায়ার ৮ বছর পর সুযোগ পেয়েছিলেন, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন। কুলদীপ কিন্তু যখনই সুযোগ পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন, তবুও তিনি দলের বাইরে রয়েছেন।
কুলদীপের পক্ষে প্রাক্তন স্পিনার হরভজন সিংও আওয়াজ তুলেছেন। তিনি একবার নয়, বরং দুবার এই ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলানোর দাবি জানিয়েছেন। ম্যানচেস্টার টেস্টের আগে হরভজন সিং এক সাক্ষাৎকারে বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি, ওকে (কুলদীপ যাদব) খেলানো উচিত। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা যদি কুলদীপের বিরুদ্ধে খেলতে নামেন, তা হলে ওরা আগের মতো স্বাধীনভাবে ব্যাটিং করতে পারবেন না।”
advertisement
আরও পড়ুন- এত টাকা আয় কর দিলেন সৌরভ! শুনলে মাথা ঘুরবে, দাদার এখন বছরে কত আয় জানেন?
ভাজ্জির মতে, টেস্টে ম্যাচ উইনিং স্পिনার দরকার, আর কুলদীপ ম্যাচ উইনার। তাঁর টার্ন, ব্রেক ইংলিশ ব্যাটারদের বিপদে ফেলতে পারে। উল্লেখ্য, কুলদীপ 13টি টেস্টে মোট 56 উইকেট পেয়েছেন। ২০২৪ সালে ৫টি টেস্ট খেলেছেন, ২২টি উইকেট পেয়েছেন।
advertisement
বলা হচ্ছে, ওয়াশিংটন সুন্দর এখন কুলদীপের প্রধান প্রতিদ্বন্দ্বী। আগের টেস্টে সুন্দর ব্যাটিং-বোলিং দুটোতেই নজর কেড়েছেন। ভারত এখন একাদশে এমন ক্রিকেটার চাইছে যে টুকটাক ব্যাটিং করতে পারে। আর তাই কুলদীপের জায়গায় সুন্দরকে প্রাধান্য দেওয়া হচ্ছে
ভারতের ম্যানচেস্টার টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
দিনের পর দিন বেঞ্চ গরম করছেন! ভারতের তারকা ক্রিকেটারের কেরিয়ার শেষ! ম্যাচ উইনার হয়েও 'শাস্তি'
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement