শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙেছিলেন গিলক্রিস্ট, অস্ট্রেলিয়া করেছিল হ্যাটট্রিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
২০০৭ -র বিশ্বকাপে ভারত প্রাথমিক রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল ভারত
#দুবাই : ১৩ বছর আগে এই দিনে চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া ৷ আর রিকি পন্টিংয়ের অধিনায়কত্বে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল তারা ৷ এর আগে ২০০৩ সালে ভারতকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া৷
২০০৭ সালে ভারত গ্রুপ পর্ব থেকেই ভারত বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে ৷ তবে অন্য এশীয় দল শ্রীলঙ্কা বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল ৷ কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ জিতে উঠতে পারেনি ৷ ফাইনাল ম্যাচে ব্রিজটাউনের মাঠে অ্যাডাম গিলক্রিস্ট একাই কার্যত অস্ট্রেলিয়াকে কাপ থেকে দূরে সরিয়ে দিলেন ৷ পাশাপাশি নিজের কেরিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ তুলে নেন ৷
advertisement
A hat-trick of World Cup wins for Australia!#OnThisDay in 2007, Ricky Ponting's side beat Sri Lanka in the CWC final by 53 runs on DLS method. This was Australia's third straight CWC title and fourth overall Player of the Match Adam Gilchrist smashed a 104-ball 149. pic.twitter.com/n6K6ABtQCm
— ICC (@ICC) April 28, 2020
advertisement
advertisement
অ্যাডাম গিলক্রিস্ট বড় ম্যাচের খেলোয়াড় তিনটি বিশ্বকাপের ফাইনালে ৫০- বেশি রান করেছিলেন ৷
১৯৯৯- তে ৩৬ বলে ৫৪ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে
২০০৩ সালে ভারতের বিরুদ্ধে ৪৮ বলে ৫৭ করেছিলেন
২০০৭ সালে ১০৪ বলে ১৪৯ রান করেছিলেন
গিলক্রিস্টের সেই ইনিংসকে ফের কুর্নিশ করল আইসিসি, বিশ্বকাপ জয়ের ১৩ বছর বাদে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2020 8:57 PM IST

