#নয়াদিল্লি: ক্রিকেট এখন নির্দিষ্ট কিছু দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই৷ এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই খেলা৷ বিশেষত টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এর জনপ্রিয়তা৷ মহিলাদের মধ্যেও এই খেলা নতুন , নতুন দেশে ছড়িয়ে পড়ছে৷ সম্প্রতি এই খেলারই এক অদ্ভুত স্কোর সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ আইসিসি মহিলাদের বিশ্ব টোয়েন্টি টোয়েন্টি কোয়ালিফায়ার চলছে৷ সেখানেই ১১ তারিখ ম্যাচ ছিল তানজানিয়া ও মোজাম্বিকের মধ্যে৷ সেই ম্যাচ তানজানিয়া জিতল ২০০ রানে৷
তানজানিয়া ও মোজাম্বিক মহিলা দলের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তানজানিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২৮ রান করে৷ ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্স করে তারা৷ দলের জন্য ওপেনার ফাতুমা কিবাসপ মাত্র ৩৫ বলে ৬২ রান করেন৷ চার নম্বরে ব্যাট করতে নেমে ম্বানেদি স্বেডি মাত্র ৪৮ বলে ১১ টি চারের সঙ্গে ৮৭ রান করেন৷
এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে মোজাম্বিকের দারুণ সূচনা জরুরি ছিল৷ কিন্তু তারা অত্যন্ত লজ্জার পারফরম্যান্স হাজির করে৷ ৯ নম্বর ওভার অবধি তারা ১৭ রান করতে পেরেছিল৷ কিন্তু মাত্র ২৮ রানেই পুরো দল অলআউট হয়ে যায়৷
আরও পড়ুন - Big News: IPL 2022 -র জন্য নতুন দুটি দলের নিলাম অক্টোবরেই, জানুয়ারিতে মেগা অকশন
মোজাম্বিক দলের মনে হয়েছিল ৯ নম্বর ওভারের পর ম্যাচ ঘুরে যাবে কিন্তু ১২ ও ১৩ ওভারের মধ্যে ২৮ রানের স্কোরেই অলআউট হয়ে যায়৷ শেষ ক্রিকেটার চোটের কারণে সে মাঠে নামতে পারেনি৷ এর ফলে ম্যাচ সেখানে শেষ হয়ে যায়৷ এর ফলে তানজানিয়া দল ২০০ রানে ম্যাচ জিতে যায়৷
তানজানিয়া -র মোট রান ২২৮ ছিল আর তাদের মোট স্কোরে ৩০ রান ছিল ওয়াইড৷ যা মোজাম্বিকের বোলাররা নিজেরা বিপক্ষকে উপহার দিয়েছিলেন৷ আর তারা মোট রানের চেয়ে ২ রান কমে শেষ হয়ে পুরো৷ অর্থাৎ এক্সট্রা দেওয়া ৩০ রানের চেয়েও কম ২৮ রানেই আউট হয়ে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket