গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ

Last Updated:

ICC Women's world twenty 20 qualifier: ম্যাচে সত্যি সত্যি হল এই রকম আজব ঘটনা৷

#নয়াদিল্লি:  ক্রিকেট এখন নির্দিষ্ট কিছু দেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই৷ এখন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই খেলা৷ বিশেষত টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এর জনপ্রিয়তা৷ মহিলাদের মধ্যেও এই খেলা নতুন , নতুন দেশে ছড়িয়ে পড়ছে৷ সম্প্রতি এই খেলারই এক অদ্ভুত স্কোর সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ আইসিসি মহিলাদের বিশ্ব টোয়েন্টি টোয়েন্টি কোয়ালিফায়ার চলছে৷ সেখানেই ১১ তারিখ ম্যাচ ছিল তানজানিয়া ও মোজাম্বিকের মধ্যে৷ সেই ম্যাচ তানজানিয়া জিতল ২০০ রানে৷
তানজানিয়া ও মোজাম্বিক মহিলা দলের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে তানজানিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২২৮ রান করে৷ ঝকঝকে ব্যাটিং পারফরম্যান্স করে তারা৷ দলের জন্য ওপেনার ফাতুমা কিবাসপ মাত্র ৩৫ বলে ৬২ রান করেন৷ চার নম্বরে ব্যাট করতে নেমে ম্বানেদি স্বেডি মাত্র ৪৮ বলে ১১ টি চারের সঙ্গে ৮৭ রান করেন৷
advertisement
advertisement
এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে মোজাম্বিকের দারুণ সূচনা জরুরি ছিল৷ কিন্তু তারা অত্যন্ত লজ্জার পারফরম্যান্স হাজির করে৷ ৯ নম্বর ওভার অবধি তারা ১৭ রান করতে পেরেছিল৷ কিন্তু মাত্র ২৮ রানেই পুরো দল অলআউট হয়ে যায়৷
advertisement
মোজাম্বিক দলের মনে হয়েছিল ৯ নম্বর ওভারের পর ম্যাচ ঘুরে যাবে কিন্তু ১২ ও ১৩ ওভারের মধ্যে ২৮ রানের স্কোরেই অলআউট হয়ে যায়৷ শেষ ক্রিকেটার চোটের কারণে সে মাঠে নামতে পারেনি৷ এর ফলে ম্যাচ সেখানে শেষ হয়ে যায়৷ এর ফলে তানজানিয়া দল ২০০ রানে ম্যাচ জিতে যায়৷
advertisement
তানজানিয়া -র মোট রান ২২৮ ছিল আর তাদের মোট স্কোরে ৩০ রান ছিল ওয়াইড৷ যা মোজাম্বিকের বোলাররা নিজেরা বিপক্ষকে উপহার দিয়েছিলেন৷ আর তারা মোট রানের চেয়ে ২ রান কমে শেষ হয়ে পুরো৷ অর্থাৎ এক্সট্রা দেওয়া ৩০ রানের চেয়েও কম ২৮ রানেই আউট হয়ে যায়৷
বাংলা খবর/ খবর/খেলা/
গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement