Big News: IPL 2022 -র জন্য নতুন দুটি দলের নিলাম অক্টোবরেই, জানুয়ারিতে মেগা অকশন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
IPL 2022: সামনের মরশুমে আরও জমজমাট হতে চলেছে আইপিএলের আসর...অক্টোবরে নতুন দুই দলের নিলাম
#মুম্বই : বিসিসিআই (BCCI) আইপিএলে নতুন ২টি দলের নিলামের প্রস্তুতি সেরে নিয়েছে৷ ১৭ অক্টোবর সম্ভাব্য নিলামের দিন৷ ২০২২ -র আইপিএল থেকে (IPL 2022) ৮ টি-র বদলে ১০ টি দল খেলবে৷ জানুয়ারিতে হবে প্লেয়ারদের জন্য মেগা নিলাম৷ বোর্ড ২ টি নতুন দলের নিলামের ভিত্তিতে ৫০০ -৬০০ কোটি টাকা আয় করবে এক ধাক্কায়৷ এমনটাই জানাচ্ছে ওয়াকিবহাল মহল৷ দুটি নতুন দল এলে আইপিএলের ম্যাচের সংখ্যাও বেড়ে যাবে৷ এরফলে ব্রডকাস্টিং রাইট থেকেও আরও বেশি রোজগার হবে বিসিসিআইয়ের৷ এমনটাও গুঞ্জন বিসিসিআইয়ের অন্দরে৷
ক্রিকবাজে প্রকাশিত খবর অনুযায়ি বিসিসিআই সকলকেই পুরো বিষয়টির বিবরণ দিয়েছে৷ ৫ অক্টোবর থেকে টেন্ডার ডকুমেন্টস কেনা সম্ভব৷ ১৭ অক্টোবর নিলাম হবে৷ এই নিলাম কোনও ভাবে ই নিলাম হওয়ার সম্ভবনা নেই এখনও অবধি যা পরিস্থিতি৷ পুরনো নিয়ম অনুসারেই নিলাম হবে৷ এমনটাই দাবি সংবাদমাধ্যমে৷
advertisement
advertisement
প্রতি দলকে ১৪ থেকে ১৮ টি ম্যাচ খেলতে হতে পারে
আইপিএলে দলের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য প্রতিটা দলকে লিগ পর্বে বা গ্রুপ পর্বে ১৪ থেকে ১৮ টি করে ম্যাচ খেলতে হতে পারে৷ প্রতিটা ফ্রাঞ্চাইজি হোম ভ্যেনুতে ৭ টি ও অ্যাওয়ে ভ্যেনুতে ৭ টি ম্যাচ খেলতে হয়৷ বর্তমানেও সেই সংখ্যার ম্যাচই খেলতে হয়৷ কিন্তু দল বাড়লে এই ম্যাচের সংখ্যাই ১৮ টি হয়ে যাওয়ার সম্ভবনা৷ এর ফলে টুর্নামেন্টও বর্তমানের চেয়ে আরও বড় হয়ে যাবে৷ এর জেরে আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারেও প্রভাব পড়তে পারে৷ লিগ ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৯৪ হয়ে যাবে৷ দলগুলিকে ২ টি ভাগে বিভক্ত করা হতে পারে৷
advertisement
বর্তমান মরশুমের বাকি ৩১ টি ম্যাচ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে হবে৷নতুন দলগুলির বেস সিটি হওয়ার দৌড়ে আহমেদাবাদ, লখনউ, পুণে শামিল রয়েছে৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম , লখনউয়ের ইকানা স্টেডিয়াম ফ্রাঞ্চাইজিদের পছন্দ কারণ এগুলিতে দর্শকাসন বেশি৷
view commentsLocation :
First Published :
September 14, 2021 4:20 PM IST