Covid 19 in IPL 2022: আইপিএলে ফের হানা করোনার, দিল্লি ক্যাপিটাল্সে পাওয়া গেল কোভিড পজিটিভ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তবে আইপিএলের লিগ ম্যাচগুলি খেলা হচ্ছে মুম্বই, নভি মুম্বই, পুণেতে৷
#মুম্বই: এই মরশুমের আইপিএলে প্রথম করোনা ভাইরাস হানার ঘটনা৷ দিল্লি ক্যাপিটাল্সে করোনা পজিটিভ হওয়ার খবর এল৷ আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটাল্সের ফিজিও প্যাট্রিক ফারহার্ট (Patrick Farhart ) তিনি করোনা পজিটিভ হলেন (Covid 19 in IPL 2022)৷ শুক্রবার আইপিএল আয়োজনকারী পরিচালন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ দিল্লি ক্যাপিটাল্সের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কোভিড ১৯ পজিটিভ হয়েছেন৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তাঁকে নজরে রেখেছে দিল্লি ক্যাপিটাল্সের দল (Delhi Capitals, IPL 2022) তাঁকে সবসময়ে পর্যবেক্ষণে রয়েছে৷’’ এই বিবৃতি সরকারি ভাবে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে৷
ফের একবার করোনা ভাইরাস (Coronavirus) আক্রান্তের সংখ্যা বাড়ছে সারা দেশে ধীরে ধীরে৷ করোনা ভাইরাসের ভয় ফের ধীরে ধীরে থাবা বসাচ্ছে৷ দু মাস ব্যাপী ক্রিকেট যজ্ঞের মধ্যে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ার ঘটনা শুরু হয়ে গেছে৷

advertisement
advertisement
গত বছর আইপিএল চলাকাীন মে মাস নাগাদ হঠাৎ করে করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটায় টুর্নামেন্ট মাঝপথে বন্ধ করে দিতে হয়েছিল৷ যা পরে সংযুক্ত আরব আমিরশাহিতে শেষ হয়৷
বিসিসিআই এবারের মিলিয়ন ডলার টি টোয়েন্টি ইভেন্ট আয়োজন করা হয়েছে৷ মহারাষ্ট্রের চারটি আলাদা আলাদা স্টেডিয়ামে খেলা হচ্ছে৷ যাতে করোনা সংক্রমণের চান্স কমিয়ে দেওয়া যায়৷ তবে এখনও অবধি পাওয়া খবর অনুযায়ি প্লে অফ অন্য জায়গায় হওয়ার কথা৷
advertisement
তবে আইপিএলের লিগ ম্যাচগুলি খেলা হচ্ছে মুম্বই, নভি মুম্বই, পুণেতে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2022 6:11 PM IST