বিজয় হাজারের খেলায় ব্যস্ত শামি, থাকছেন না এসআইআর শুনানির দিন, এলাকার কাউন্সিলর জানালেন বড় কথা
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, “সামি যখন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিন্রাজ্যে খেলতে গিয়েছেন, তখন আমাদেরও দায়িত্ব তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার বিষয় তাঁকে যথাযথ ভাবে সহযোগিতা করা।”
কলকাতা: শুনানির জন্য আজকে ডাকা হয়েছিল। কিন্তু সোমবার শুনানিতে থাকতে পারবেন না তিনি জানিয়ে দেওয়া হয়। বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলতে রাজকোটেই থাকবেন শামি। ৮ তারিখ গ্রুপের শেষ ম্যাচ।
তবে যদি বাংলা পরবর্তী রাউন্ডে উঠে এখনই ফিরতে পারবেন না তিনি। আগামী ৯ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত তিনি সময় পাবেন শুনানিতে হাজিরা দেওয়ার জন্য।
স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস জানান, “শামি যখন রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে ভিনরাজ্যে খেলতে গিয়েছেন, তখন আমাদেরও দায়িত্ব তাঁর এসআইআর সংক্রান্ত যাবতীয় জটিলতার বিষয় তাঁকে যথাযথ ভাবে সহযোগিতা করা।”
advertisement
advertisement
বাংলা যদি পরবর্তী রাউন্ডে ওঠে, সে ক্ষেত্রে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়তে হবে তাঁকে। মাঝে ৯-১১ জানুয়ারি পর্যন্ত তাঁর কাছে এসআইআরের শুনানিতে হাজিরা দেওয়ার সুযোগ রয়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশনের একটি সূত্র। কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 05, 2026 4:12 PM IST










