Copa America 2024 Schedule: কোপা আমেরিকায় কবে-কখন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ, রইল সম্পূর্ণ সূচি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Copa America 2024 Schedule: গ্রুপ বিন্যাস আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল সূচি ঘোষণার। অবশেষে কোপা আমেরিা ২০২৪-এর সূচি ঘোষণা করে দিল কনমেবল।
কলকাতা: গ্রুপ বিন্যাস আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। অপেক্ষা ছিল সূচি ঘোষণার। অবশেষে কোপা আমেরিা ২০২৪-এর সূচি ঘোষণা করে দিল কনমেবল। এবারের কোপা আমেরিকা হবে ১৬টি দেশ নিয়ে। ১০ টি দেশ দক্ষিণ আমেরিকার ফুটবল খেলীয় দেশগুলি। বাকি ৬টি দেশ আমন্ত্রিত। প্রতিযোগিতায় মোট ৩২টি ম্যাচ হবে। ২৫ দিনে শেষ হবে পুরো প্রতিযোগিতা। গ্রুপ বিন্যাসে ১৬ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনাল।
গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল
গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা
advertisement
গ্রুপ সি— আমেরিকা, উরুগুয়ে, পানাম, বলিভিয়া
গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল
২১ জুন থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই মাঠে নামবে ডিফন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে খেলবে মেসির দেশ। ভোর ৫.৩০ মিনিটে ম্যাচ। এরপর ২৬ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি ও ৩০ জুন আর্জেন্টিনা খেলবে পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনার ম্যাচ যথাক্রমে ভোর ৫.৩০, ৬.৩০, ৫.৩০। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ৫ বারের বিশ্বজয়ীরা। ব্রাজিলের ৩টি ম্যাচই ভোর ৬.৩০ মিনিটে।
advertisement
আর্জেন্টিনার গ্রুপে চিলি ছাড়া খুব একটা কঠিন দল নেই। ফলে পরের রাউন্ডে যেতে মেসিদের কোনও অসুবিধা হওয়ার কথা নয়। অপরদিকে, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে কঠিন চ্যালেঞ্জ দিতে পারে। শুধু কোস্টারিকা বা হন্ডুরাস কিছুটা সহজ। তবে পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে ব্রাজিলের সমস্যা হওয়ার কথা নয়।
advertisement
প্রসঙ্গত, এবার ১৪টি শহরে হবে কোপা আমেরিকার ম্যাচ। সেই শহরগুলি হল, লাস ভেগাস, আর্লিংটন, শার্লট, কানসাস সিটি (কানসাস), অরল্যান্ডো, কানসাস সিটি (মিসৌরি), মায়ামি, সান্টা ক্লারা, আটলান্টা, ইস্ট রুদারফোর্ড, হিউস্টন, অস্টিন, ইঙ্গলউড (ক্যালিফোর্নিয়া) ও গ্লেনডালে।প্রথম ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। সেই ম্যাচে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। আর ফাইনাল হবে মেসির বর্তমান ক্লাব মায়ামির মাঠে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2024 6:27 PM IST