Argentina vs Canada: জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার, কানাডাকে ২-০ গোলে হারাল বিশ্বজয়ীরা

Last Updated:

Copa America 2024 Argentina vs Canada: বিশ্বকাপ জয়ের পর ফের একবার কোনও বড় প্রতিযোগিতায় লিওনেল মেসি, ডি মারিয়াদের দেখার জন্য মুখিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব। কোপা আমেরিকা ২০২৪-এর শুরুটাও জয় দিয়েই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপ জয়ের পর ফের একবার কোনও বড় প্রতিযোগিতায় লিওনেল মেসি, ডি মারিয়াদের দেখার জন্য মুখিয়ে ছিল গোটা ফুটবল বিশ্ব। কোপা আমেরিকা ২০২৪-এর শুরুটাও জয় দিয়েই করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কানাডার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল নীল-সাদা ব্রিগেড। আক্ষেপ শুধু একটাই ভারতে কোনও চ্যানেলই সম্প্রচার করল না মেসিদের খেলা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে লিওনেল স্কালোনির ছেলেরা। ম্যাচ জিতলেও অজস্র সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা। যা প্রথম ম্যাচে নীল-সাদা ব্রিগেডের জয়ে একটু হলেও চিন্তার কারণ হয়ে দাঁড়াল। মেসি নিজে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন। প্রতিযোগিতার পরবর্তী ও কঠিন পর্যায়ের নামার আগে সুযোগ নষ্টের বিষয়টি নিয়ে কাজ করতে হবে স্কালোনিকে।
advertisement
ম্যাচের প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচের রাশ আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোলের মুখ খোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের কানাডার গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। প্রথম গোলের পর আক্রমণের মাত্রা কমায়নি আর্জেন্টিনা।
advertisement
advertisement
উল্টোদিকে, রক্ষণাত্মক ফুটবল খেললেও মাঝেমাঝেই চকিতে আক্রমণ করে কানাডাও। তবে আর্জেন্টিনার জমাটি রক্ষণ ও মার্টিনেজকে ভেদ করতে পারেনি কানাডার আক্রমণ। ম্যাচে ৮৮ মিনিটে মেসির অনবদ্য পাস থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন লাউতারো মার্টিনেজ। ২-০ গোলে শেষ পর্যন্ত ম্যাচ জেতে আর্জেন্টিমা। মেসিদের পরবর্তী ম্যাচে ২৬ জুন চিলির বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Canada: জয় দিয়ে কোপা শুরু আর্জেন্টিনার, কানাডাকে ২-০ গোলে হারাল বিশ্বজয়ীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement