Commonwealth Games 2022: দিন শুরু হতেই ফের পদক ভারতের ঝোলায়, ব্রোঞ্জ জিতলেন লবপ্রীত সিং
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বুধবার ওয়েটলিফটিংয়ে আরও একটা মেডেল এল৷ লবপ্রীত সিং পেলেন ব্রোঞ্জ৷
#বার্মিংহ্যাম: ইংল্যান্ডে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বুধবারের খেলা শুরু হয়ে গেছে৷ ভারতের ক্রীড়াবিদরা ফের নিজেদের পারফরম্যান্সের জ্বলওয়া দেখাতে শুরু করেছেন৷ বুধবারও তার ব্যতিক্রম হল না৷ ভারতীয় অ্যাথলিট ২২ তম এডিশনে এখনও অবধি ১৪ মেডেল জিতেছেন৷ তারমধ্যে ৫ টি সোনাও রয়েছে৷ অস্ট্রেলিয়া মেডেলের সেঞ্চুরি করে ফেলেছে৷ তারা এমন সাফল্য পাওয়া প্রথম দেশ হল৷ বুধবার ওয়েটলিফটিংয়ে আরও একটা মেডেল এল৷ লবপ্রীত সিং পেলেন ব্রোঞ্জ৷
ভারত কমনওয়েলথ গেমস ২০২২ এ ৫ টি-র মধ্যে ৩ টি সোনা ওয়েটলিফটাররাই পাইয়ে দিয়েছেন৷ এছাড়াও মহিলাদের লন বল এবং টেবল টেনিসেও এই সোনা এসেছে৷
advertisement
মঙ্গলবার দিন এই দুটি সোনা জিতেছে৷ তবে গতবারের ধারা বজায় রাখতে পারেনি ভারতীয় ব্যাডমিন্টন দল৷ ফাইনালে মালয়শিয়ার কাছে হেরে সোনার পদকের থেকে এক কদম দূরে থেমেছে ভারতীয় দল৷ ফলে রুপোতেই থামতে হয়েছে সিন্ধু- শ্রীকান্তদের৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 03, 2022 5:23 PM IST