Commonwealth Games 2022: দিন শুরু হতেই ফের পদক ভারতের ঝোলায়, ব্রোঞ্জ জিতলেন লবপ্রীত সিং

Last Updated:

বুধবার ওয়েটলিফটিংয়ে আরও একটা মেডেল এল৷ লবপ্রীত সিং  পেলেন ব্রোঞ্জ৷ 

Lovpreet Singh wins bronze
Lovpreet Singh wins bronze
#বার্মিংহ্যাম: ইংল্যান্ডে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) বুধবারের খেলা শুরু হয়ে গেছে৷ ভারতের ক্রীড়াবিদরা ফের নিজেদের পারফরম্যান্সের জ্বলওয়া দেখাতে শুরু করেছেন৷ বুধবারও তার ব্যতিক্রম হল না৷ ভারতীয় অ্যাথলিট ২২ তম এডিশনে এখনও অবধি ১৪ মেডেল জিতেছেন৷ তারমধ্যে ৫ টি সোনাও রয়েছে৷ অস্ট্রেলিয়া মেডেলের সেঞ্চুরি করে ফেলেছে৷ তারা এমন সাফল্য পাওয়া প্রথম দেশ হল৷ বুধবার ওয়েটলিফটিংয়ে আরও একটা মেডেল এল৷ লবপ্রীত সিং  পেলেন ব্রোঞ্জ৷
ভারত কমনওয়েলথ গেমস ২০২২ এ ৫ টি-র মধ্যে ৩ টি সোনা ওয়েটলিফটাররাই পাইয়ে দিয়েছেন৷ এছাড়াও মহিলাদের লন বল এবং টেবল টেনিসেও এই সোনা এসেছে৷
advertisement
মঙ্গলবার দিন এই দুটি সোনা জিতেছে৷ তবে গতবারের ধারা বজায় রাখতে পারেনি ভারতীয় ব্যাডমিন্টন দল৷ ফাইনালে মালয়শিয়ার কাছে হেরে সোনার পদকের থেকে এক কদম দূরে থেমেছে ভারতীয় দল৷ ফলে রুপোতেই থামতে হয়েছে সিন্ধু- শ্রীকান্তদের৷
বাংলা খবর/ খবর/খেলা/
Commonwealth Games 2022: দিন শুরু হতেই ফের পদক ভারতের ঝোলায়, ব্রোঞ্জ জিতলেন লবপ্রীত সিং
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement