Commonwealth Games 2022: পদক তালিকায় এগোচ্ছে ভারত, হরজিন্দর মেডেল পেতেই ৯ টি পদক হল ভারতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সোমবার ভারত জুডোতে ২ টি মেডেল জেতে৷ এল সুশীলা দেবী এবং বিজয় কুমার যাদবের হাত ধরে৷
#বার্মিংহ্যাম: হরজিন্দর কউর ভারতকে কমনওয়েলথ গেমসে ৯ নম্বর পদক এনে দিলেন৷ মহিলা ওয়েট লিফটার ৭১ কেজি ক্যাটাগরিতে ২১২ কেজি ওজন তুলেন৷ তিনি এই পারফরম্যান্স দিয়ে ২১২ কেজি ওজন তুললেন৷ তিনি স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি ওজন তোলেন৷ কিন্তু এর আগে নিজের সেরা পারফরম্যান্স অবশ্য দিতে পারেননি৷ ক্লিন অ্যান্ড জার্কে তাঁর সেরা পারফরম্যান্স ১২১ কেজি৷ এটা ভারোত্তলনে ভারতের এটা সপ্তম মেডেল৷ এছাড়া জুডো ২ টি মেডেল এসেছে৷ ভারতে ৩ টি সোনা, ৩ টি রুপো, ৩ টি ব্রোঞ্জ মেডেল জিতেছে৷ এছাড়া লন বল এবং ব্যাডমিন্টনে ভারতের ২ টি মেডেল নিশ্চিত হয়েছে৷
হরজিন্দর কউর বর্তমানে স্ন্যাচে প্রথম ৯০ কেজি ভার ওঠাতে পারেনি৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ৯০ কেজি, এবং তৃতীয় চেষ্টায় ৯৩ কেজি তোলেন৷ ক্লিন অ্যান্ড জার্কে তিনি কোনও ভুল করেননি তিনি প্রথম চেষ্টায় ১১৩ কেজি, ্বিতীয় চেষ্টায় ১১৬ কেজি এবং ৃতীয় চেষ্টায় ১১৯ কেজি তোলেন৷ ইংল্যান্ডের সারা ডেবিস সোনা এবং কানাডার এলক্সিস এসবর্থ রুপো জেতেন৷
advertisement
আরও পড়ুন - Commonwealth Games 2022: মিক্সড ইভেন্টে দুরন্ত সিন্ধু ,লক্ষ্যরা, ফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারত
advertisement
জুডোয় ২ টি মেডেল
এর আগে সোমবার ভারত জুডোতে ২ টি মেডেল জেতে৷ এল সুশীলা দেবী এবং বিজয় কুমার যাদব , মহিলাদের ৪৮ কিলো এবং পুরুষদের ৬০ কিলো বিভাগে রুপো ও ব্রোঞ্জ পান৷ সুশীলা ফাইনালে দক্ষিণ আফ্রিকার মিশেলা বাইটবুট ৪.২৫ মিনিটে হারান৷ বিজয় সাইপ্রাসের পেট্রোস ক্রাইস্টোডোলিডেসকে হারান৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2022 10:50 AM IST