সন্তোষ জয়ী বাংলা দলকে সরকারি চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, সঙ্গে ৫০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলকে বৃহস্পতিবার সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় সেনের দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলকে বৃহস্পতিবার সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় সেনের দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্ন সঞ্জয় সেন ও বাংলা দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখান শুধু সংবর্ধনা দেওয়াই নয়, দলের প্রতি ফুটবলারের জন্য ৫০ লক্ষ্য টাকার প্যাকেজ ও একটি করে সরকারি চাকরিও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০১৬-১৭ সালে শেষবার সন্তোষ ট্রফি জিতেছিল বাংলা। তারপর শুধুই হতাশা। আট বছর পর ফের ভারত সেরার মুকুট বাংলার মাথায়। নবান্ন সভাঘরে বাংলা দলের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। সকলকে বিশেষ উপহার দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা শুধু একটা ট্রফি নয়,”এটা বাংলার গর্ব, দেশের গর্ব। আমার বিশ্বাস তোমরা যদি ঠিক করে খাওয়া-দাওয়া করো, ভাল করে অনুশীলন করো, তা হলে এক দিন বিশ্বকাপও খেলতে পারবে।
advertisement
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যা বলেন,”এদের পিছুটান নেই। কিন্তু আর্থিক প্রয়োজন আছে। যারা খেলায় অংশ নিয়েছে, স্পোর্টস ডিপার্টমেন্ট একটা চাকরি এর ব্যবস্থা করুক। একইসঙ্গে স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে অভিনন্দন হিসাবে ৫০ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। এই ছেলেরাই যদি আরও ভাল ট্রেন্ড হয় তাহলে আমি বিশ্বাস করি এরা একদিন বিশ্বকাপ খেলবে।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর রাতে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় সঞ্জয় সেনের ছাত্ররা। একেবারে শেষ মুহূর্তে বাংলার জয় নিশ্চিত করেন রবি হাঁসদা। প্রতিযোগিতায মোট ১২টি গোল করে ইতিহাস তৈরি করেছেন রবি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 02, 2025 7:47 PM IST