#কলকাতা: তিন বছরের বিরতির পর ফের এবছর আই লিগে খেলতে দেখা যাবে চার্চিল ব্রাদার্সকে ৷ স্বভাবতই কিছু নতুনত্ব তো থাকবেই টিমে ৷ এবছর নামটাই একেবারে বদলে ফেলেছে গোয়ার এই দল ৷ নাম রেখেছে আইএসএলে এফ সি গোয়া ফ্র্যাঞ্চাইজির নামে ৷ চার্চিল ব্রাদার্স এফ সি গোয়া ৷ এবছর গোয়া থেকে এই একমাত্র টিমই অংশগ্রহণ করছে আই লিগে ৷ তাই ক্লাবের নামের সঙ্গে গোয়া নামটা জুড়তে অনেক আগের থেকেই ইচ্ছুক ছিলেন চার্চিল কর্তারা ৷ ফেডারেশনকে নতুন নাম নথিভুক্ত করার জন্য ইতিমধ্যে চিঠি পাঠিয়েও দিয়েছেন চার্চিল কর্তারা ৷ আর শুধু নাম বদলই নয়, চার্চিল টিমেও যে এবছর অনেক নতুন চমক থাকছে, সেকথাও জানাতে ভোলেননি ক্লাব কর্তারা ৷
আই লিগকে আকর্ষণীয় করতে মঙ্গলবারই সব টিমের অধিনায়ককে নিয়ে ট্রফি উদ্বোধন করিয়েছে ফেডারেশন। ট্রফি প্রদান অনুষ্ঠানকেও জমকালো করা হবে বড় অনুষ্ঠান করে। ফেডারেশন সচিব সুনন্দ ধর জানিয়েছেন, ‘‘পঞ্জাব এবং চেন্নাইয়ের যে দু’টো টিমকে নেওয়া হয়েছে তাদের তৃণমূল স্তরের ফুটবলে যথেষ্ট অবদান আছে। ওরা আসায় বেঙ্গালুরুর মতো ভারতীয় ফুটবলও উপকৃত হবে।’’
আই লিগের পাশাপাশি বয়সভিত্তিক আরও দু’টো লিগ চালু হচ্ছে। অনূর্ধ্ব ১৮ এবং ১৬ লিগে গত বছরের তুলনায় অনেক বেশি টিম খেলছে বলেই জানা যাচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Churchill Brothers, I-League, আই লিগ, চার্চিল ব্রাদার্স