`লাতিনদের কাছে ফুটবলটা শিখুক ইউরোপ'! এমবাপেকে ধুয়ে সাফ করে দিলেন মেসির প্রাক্তন সতীর্থ

Last Updated:

Chilean football star Arturo Vidal asks Kylian Mbappe to learn football from South Americans after Argentina World Cup win. ইউরোপ নয়, ফুটবলের রাজা লাতিনা আমেরিকা! এমবাপেকে মনে করালেন ভিদাল

ফুটবলের রাজা লাতিনা আমেরিকা! এমবাপেকে মনে করালেন ভিদাল
ফুটবলের রাজা লাতিনা আমেরিকা! এমবাপেকে মনে করালেন ভিদাল
#সেন্টিয়াগো: সেই ২০০২ এশিয়ার মাটি থেকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ফিরেছিল ব্রাজিল। সেটাই শেষ। তারপর থেকে আর লাতিন আমেরিকার ভাগ্যে বিশ্বকাপ জোটেনি। একে একে ইতালি, স্পেন, জার্মানি এবং ফ্রান্স পরপর চারটি বিশ্বকাপ গিয়েছিল ইউরোপে। অর্থাৎ সময় হিসেবে কুড়ি বছরের অপেক্ষা মিটেছে দক্ষিণ আমেরিকার। অনেকটা কাছে গিয়েও টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জেতা হল না কিলিয়ান এমবাপের।
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে দুর্দান্ত খেলেছেন ২৩ বছরের এই তরুণ। করেছেন হ্যাটট্রিক। কিন্তু বিশ্বকাপ শিরোপাটা যেন চাইছিল লিওনেল মেসির স্পর্শ। গোল্ডেন বুট পুরস্কারজয়ী এমবাপ্পেকে তাই মলিন মুখেই মাঠ ছাড়তে হয়েছে। শিরোপার ফয়সলা হওয়ার পরও শান্তি নেই ফরাসি তারকার।
আরও পড়ুন - পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা
একের পর এক খোঁচা হজম করতে হচ্ছে। বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে লাতিন ফুটবলের সমালোচনা করে বলেছিলেন, ইউরোপের ফুটবল যতটা এগিয়েছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে ততটা এগোতে পারেনি দক্ষিণ আমেরিকার ফুটবল। সে কারণেই শেষ বিশ্বকাপগুলোয় কেবল ইউরোপের দলগুলোই জিতেছে।
advertisement
advertisement
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের ২০ বছর পর লাতিন আমেরিকান দেশ হিসেবে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মাঝের সময়টায় রাজত্ব করেছে ইউরোপিয়ান দলগুলো। তাই এমবাপেকে খোঁচা দিতে ছাড়েননি চিলির মিডফিল্ডার আরতুরো ভিদাল। সোশ্যাল সাইটে তাকে উদ্দেশ্য করে লিখেছেন, লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখ, যারা ফুটবলটা আবিষ্কার করেছে।
advertisement
ভিদাল নিজে জুভেন্টাস, বায়ান মিউনিখ, ইন্টারমিলান এবং বার্সেলোনাতে খেলেছেন। বার্সায় মেসির সতীর্থ ছিলেন তিনি। তাই চিলির প্রাক্তন তারকা মেসির জন্য গর্বিত বোধ করছেন। চিলির জার্সিতে অনেকবার মাঠে মেসির সঙ্গে ঝগড়া হয়েছে তার। খারাপ ট্যাকল করতেও ছাড়েননি। কিন্তু আর্জেন্টিনার ট্রফি আসাটা সমগ্র লাতিন আমেরিকার সাফল্য মনে করেন চিলির সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার।
বাংলা খবর/ খবর/খেলা/
`লাতিনদের কাছে ফুটবলটা শিখুক ইউরোপ'! এমবাপেকে ধুয়ে সাফ করে দিলেন মেসির প্রাক্তন সতীর্থ
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement