পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা

Last Updated:

Lionel Messi sleeping with World Cup after returning home in Argentina picture goes viral. পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা

স্ত্রী ছেলেরা নয়, এখন বিশ্বকাপের সঙ্গেই শুয়ে আছেন মেসি
স্ত্রী ছেলেরা নয়, এখন বিশ্বকাপের সঙ্গেই শুয়ে আছেন মেসি
#রোজারিও: বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের কিছু পরে দেশে এসেছে চ্যাম্পিয়ন দল। বিরাট বড় করে না হলেও মোটামুটি একটা ছাদ খোলা বাসে রাজধানী শহর ট্রফি নিয়ে ঘুরেছে তারা। পরে হয়তো বড় করে অনুষ্ঠান হবে দেশে। আপাতত হোটেলে বিশ্রাম করছেন ফুটবলাররা। ছবিতে দেখা যাচ্ছে লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে শুয়ে আছেন চাদর চাপা দিয়ে।
এ যেন পরম সুখের এক ঘুম। আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এই দিনটার স্বপ্ন দেখতেন লিও। পাঁচটা বিশ্বকাপ লেগেছে স্বপ্নটা সফল হতে। কিন্তু শেষ পর্যন্ত হয়েছে। বারবার রক্তাক্ত হয়েছেন, তীরে এসে তরী ডুবেছে। শুনতে হয়েছে অনেক টিটকিরি। কিন্তু চেষ্টা করে গেলে ফল পাওয়া যায় তার প্রমাণ এবারের কাতারের মাঠ থেকে আর্জেন্টিনার বিশ্বজয়।
advertisement
advertisement
অবশ্যই এই ছবিটা মেসি পোজ দিয়ে তুলেছেন। ফুটবল বিশ্বে এরকম ছবি অবশ্য নতুন নয়। বিশ্বকাপ নিয়ে আগেও এমন ছবি দিয়েছেন বহু ফুটবলার। চ্যাম্পিয়নস লিগ জিতেও এমন পোজ দিতে দেখা গিয়েছে অনেককে। তবে এত নিশ্চিন্তের ঘুম লিওনেল মেসি এর আগে ঘুমিয়েছেন কিনা সন্দেহ।
advertisement
ফুটবলের জীবন পরিপূর্ণ হওয়ার ঘুম, স্বপ্ন সত্যি হওয়ার ঘুম, বহুদিন ধরে লালন করা স্বপ্নের বাস্তবতার প্রাপ্তি একেই বলে। জীবনে সব ছিল। ছিল না শুধু বিশ্বকাপ। আজ সেটাও আছে। ফুটবল রাজপুত্র নয়, এখন পেলে এবং মারাদোনার পাশেই বিশ্বকাপের দুনিয়ায় রাজার সিংহাসনে মেসি। মেসি আজ মহারাজ। এমন ঘুম তাকেই মানায়।
advertisement
এই ছবি ভাইরাল হতে বিশ্বের কোটি কোটি মেসি ভক্ত লাইক এবং কমেন্টস দিয়েছেন। প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন স্বপ্নের নায়ককে। মেসি সুস্থ থাকুন এবং পরের বিশ্বকাপেও খেলুন এমনটাই চাহিদা পৃথিবীর আর্জেন্টাইন ফুটবল ভক্তদের। ছবিটা সত্যিই প্রতিকী।
বাংলা খবর/ খবর/খেলা/
পরম আনন্দে বিশ্বকাপ নিয়ে ঘুমোচ্ছেন মেসি! ছবি ভাইরাল হতেই আবেগে ভাসলেন সমর্থকরা
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement