হোম /খবর /খেলা /
রাহানে, পূজারাকে নিয়ে কড়া সিদ্ধান্তের সময় এসেছে বলছেন প্রাক্তনরা

Rahane and Pujara: ডাহা ব্যর্থ রাহানে এবং পূজারাকে নিয়ে কড়া সিদ্ধান্তের সময় এসেছে বলছেন প্রাক্তনরা

রাহানে এবং পূজারার বাদ পড়া নিশ্চিত বলছেন সানি

রাহানে এবং পূজারার বাদ পড়া নিশ্চিত বলছেন সানি

Cheteshwar Pujara and Ajinkya Rahane should be dropped now. রাহানে এবং পূজারার বাদ পড়া নিশ্চিত বলছেন সানি, টেস্ট ক্যারিয়ার শেষ রাহানে এবং পূজারার !

  • Last Updated :
  • Share this:

কেপ টাউন: ভারতের সাম্প্রতিক টেস্ট দলে অভিজ্ঞতার দিক থেকে এই দুজন অন্যতম সেরা। অতীতে বহুবার প্রয়োজনে ভারতকে বাঁচিয়েছেন। গায়ে বলের আঘাত নিয়েছেন। কিন্তু ভারতীয় ক্রিকেটে প্রথম দলে জায়গা পাওয়া এতটাই কঠিন, এত প্রবল প্রতিদ্বন্দিতা, যে টানা ব্যর্থতার পর অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারাকে আর বয়ে বেড়ানো সম্ভব নয়। শেষ টেস্ট ম্যাচটি কি খেলে ফেললেন অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারা?

আরও পড়ুন - KKR Bharat Arun: টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ এবার কেকেআর বোলিং কোচ

কেপ টাউনে দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার পর দুই ব্যাটসম্যানের ক্রিকেট ভবিষ্যৎ ঘোর অন্ধকারে। দীর্ঘদিন ধরেই বড় রান পাচ্ছিলেন না তাঁরা। তবুও কোচ রাহুল দ্রাবিড় ভরসা রাখছিলেন পূজারা-রাহানের উপর। কিন্তু বার বার যেভাবে তাঁরা সুযোগ হাতছাড়া করলেন, তাতে পরের সিরিজে তাঁদের পক্ষে স্কোয়াডে জায়গা ধরে রাখা কঠিন বলেই মত প্রাক্তনদের।

আরও পড়ুন - Virat Kohli reaction : ব্যাটসম্যানদের টানা ব্যর্থতা চললে এই ফল স্বাভাবিক, বলছেন হতাশ বিরাট

সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও। সানি বলেন, এরপর নির্বাচকরা আর কীভাবে ওদের উপর ভরসা দেখাবে। আমি এর মধ্যে অন্যায় কিছু দেখছি না। দু’জনেই অনেক সুযোগ পেয়েছে। এবার কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। আমার মনে হয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে রাহানে ও পূজারাকে বাদ দিয়ে তিন নম্বরে হনুমা বিহারি ও পাঁচ নম্বরে শ্রেয়স আয়ারকে খেলানো উচিত।

একই সুর শোনা গিয়েছে প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের গলাতেও। তাঁর কথায়, দুর্দান্ত সুযোগ ছিল রাহানে ও পূজারার সামনে। কিন্তু ওরা সেটা হেলায় হারাল। যেভাবে আউট হল, তা একেবারেই অপ্রত্যাশিত। আমি তো বলব, হনুমা বিহারিকে খেলানো উচিত এবার থেকে। ছেলেটা গত ম্যাচে কী দারুণ লড়াই করেছিল। কিন্তু বারবার ভাল খেলেও সিনিয়রদের জায়গা ছেড়ে দিতে হয়েছে ওকে।

এবার সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেওয়ার। শ্রেয়স আয়ার, শুভমান গিল, সূর্যকুমার যাদবের মতো এক ঝাঁক ক্রিকেটার অপেক্ষা করছে। তাই বারবার রাহানে ও পূজারাকে সুযোগ দেওয়ার কোনও যুক্তি নেই। এভাবে চললে সামনের দিকে এগনো সম্ভব নয়। মনে রাখতে হবে ভারতীয় ক্রিকেটে প্রবল প্রতিদ্বন্দিতা প্রথম দলে জায়গা পাওয়ার।

তাই দীর্ঘ ব্যর্থতা হলে পরিবর্তন করা ছাড়া উপায় নেই। দক্ষিণ আফ্রিকায় ভারতের স্কোরবোর্ডে বড় রান না ওঠার জন্য রাহানে এবং পূজারাকে দায়ী করছেন প্রাক্তনরা। সবচেয়ে বড় কথা বারবার একই ভুল করেছেন দুজনে। যার দাম দিতে হয়েছে ভারতকে।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Ajinkya Rahane, Cheteshwar Pujara